বজায় রাখুন প্রফেশনাল সম্পর্ক
- পাঠাও কার
- মে 7, 2019

ইউজারকে ভাল সার্ভিস প্রদান করা অনেক গুরুত্বপূর্ণ। ভাল মানের সার্ভিস প্রদান করলে আপনার এবং কোম্পানির সুনাম হয়, এতে করে বেড়ে যায় আরো বেশি ইনকামের সুযোগ। এছাড়া আপনার বিরুদ্ধে ইউজারের কোন প্রকার অশালীন এবং নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ থাকলে পাঠাও কর্তৃপক্ষ সে মোতাবেক পদক্ষেপ নিয়ে থাকে। তাই যথাসম্ভব চেষ্টা করুন প্রফেশনাল সম্পর্ক বজায় রাখতে।
- নিজে হেলমেট ব্যবহার করুন এবং যাত্রীর জন্য অবশ্যই হেলমেট রাখুন
- আকস্মিক ব্রেক করা থেকে বিরত থাকুন
- অযথা হর্ণ দিবেন না
- ট্রাফিক আইন মেনে চলুন
- ডানে-বামে মোড় নেওয়ার সময় ইন্ডিকেটর দিয়ে, লুকিং গ্লাস দেখে এরপর মোড় নিন
- ধৈর্যসহকারে ড্রাইভ করুন, অধৈর্য হলেই দুর্ঘটনা প্রবণতা বৃদ্ধি পায়
- দুটো গাড়ির মাঝে ফাঁকা পেলেই ঢুকে যাওয়ার প্রবণতা দূর করুন
- রাস্তায় চলমান বাহনের “Blind Spot” এড়িয়ে চলুন
- বৃষ্টির সময় গতি সীমিত রেখে সতর্কতার সহিত ড্রাইভ করুন
- আপনি ভালভাবে ড্রাইভ করছেন বলে সবাই তাই করছে তা ভাববেন না, অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।