পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

যে কোন সিচুয়েশনে, পাঠাও ফুড আছে আপনার সাথে

দেশের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি প্লাটফর্ম পাঠাও ফুড, চলমান পরিস্থিতিতেও পছন্দের ফুড পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে। 

চলুন, দেখে নেই কিভাবে ডেলিভারি করছে পাঠাও:

ধাপ ১  রেস্টুরেন্টগুলোর ওয়াই-ফাই ব্যবহার করছেন পাঠাও ফুডম্যানরা। অর্ডার অ্যাক্সেপ্ট করে,  ইউজারের ম্যাপের লোকেশন এবং অ্যাড্রেসের স্ক্রিনশট তুলে রাখছেন তারা।

ধাপ ২ ফুড পিকআপ করার পর, ফুডম্যান ইউজারের লোকেশনের স্ক্রিনশট দেখে ডেলিভারি লোকেশানে যাচ্ছেন ও ডেলিভারি করছেন।

ধাপ ৩ ডেলিভারি শেষে, ফুডম্যান ইউজারের বাসার ওয়াই-ফাই অথবা নিকটবর্তী যেকোনো রেস্টুরেন্টের ওয়াই-ফাই ব্যবহার করে অ্যাপে ডেলিভারি সম্পন্ন হওয়ার আপডেট দিচ্ছেন।

চলমান পরিস্থিতিতে পাঠাও ফুড-এর সার্ভিস চলার পেছনে রেস্টুরেন্ট এবং ইউজারদের ইন্টারনেট অ্যাকসেস দিয়ে সহযোগিতা করার অনুরোধ ও সহযোগিতা করে আসার জন্য পাঠাও-এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনার পছন্দের খাবার এখন নিশ্চিন্তে অর্ডার করুন পাঠাও ফুড-এ। পাঠাও ফুড ডেলিভার করবে আপনার দোরগোড়ায়। পাঠাও-এর সাথেই থাকুন।