যে কোন সিচুয়েশনে, পাঠাও ফুড আছে আপনার সাথে
- নিউজরুম
- জুলাই 28, 2024
দেশের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি প্লাটফর্ম পাঠাও ফুড, চলমান পরিস্থিতিতেও পছন্দের ফুড পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে।
চলুন, দেখে নেই কিভাবে ডেলিভারি করছে পাঠাও:
ধাপ ১ – রেস্টুরেন্টগুলোর ওয়াই-ফাই ব্যবহার করছেন পাঠাও ফুডম্যানরা। অর্ডার অ্যাক্সেপ্ট করে, ইউজারের ম্যাপের লোকেশন এবং অ্যাড্রেসের স্ক্রিনশট তুলে রাখছেন তারা।
ধাপ ২ – ফুড পিকআপ করার পর, ফুডম্যান ইউজারের লোকেশনের স্ক্রিনশট দেখে ডেলিভারি লোকেশানে যাচ্ছেন ও ডেলিভারি করছেন।
ধাপ ৩ – ডেলিভারি শেষে, ফুডম্যান ইউজারের বাসার ওয়াই-ফাই অথবা নিকটবর্তী যেকোনো রেস্টুরেন্টের ওয়াই-ফাই ব্যবহার করে অ্যাপে ডেলিভারি সম্পন্ন হওয়ার আপডেট দিচ্ছেন।
চলমান পরিস্থিতিতে পাঠাও ফুড-এর সার্ভিস চলার পেছনে রেস্টুরেন্ট এবং ইউজারদের ইন্টারনেট অ্যাকসেস দিয়ে সহযোগিতা করার অনুরোধ ও সহযোগিতা করে আসার জন্য পাঠাও-এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনার পছন্দের খাবার এখন নিশ্চিন্তে অর্ডার করুন পাঠাও ফুড-এ। পাঠাও ফুড ডেলিভার করবে আপনার দোরগোড়ায়। পাঠাও-এর সাথেই থাকুন।