পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘোরাঘুরি পাঠাও-এর সাথে এখন আরও সহজ

Pathao Dhaka International Trade Fair ride discounts

ঢাকায় জানুয়ারি মাস মানেই শীতের ঠান্ডা উপভোগ করার সাথে বাণিজ্য মেলায়  ঘুরাঘুরি। মেলায় একবার গেলেও আরেকবার যাওয়ার প্ল্যান তো থাকেই। আর সেই সাথে আবারও শুরু হয়ে গেলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF), সাথে ফিরেছে ভিড় আর ব্যস্ততা।

মেলায় স্টল ঘোরা, খাবার খাওয়া আর শপিংয়ের ব্যাগ হাতে নেওয়াই যথেষ্ট কষ্টের। যাওয়া-আসার ঝামেলা কেন বাড়াবেন? তাই, এই কাজটা সহজ করে দিচ্ছে পাঠাও।

পুরো জানুয়ারি মাসজুড়ে বাণিজ্য মেলায় যাওয়া আসায় ৳৪০০ পর্যন্ত  ডিসকাউন্ট। আর রাইডে পাঠাও পে দিয়ে পেমেন্ট  করলে পাবেন ৳১৫০ পর্যন্ত  ক্যাশব্যাক। 

অফারে যা থাকছে:

৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত, যারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাতায়াত করবেন, তারা পাঠাও-এর বিভিন্ন রাইডে পাবেন এই ডিসকাউন্ট। আর নির্দিষ্ট রাইডে পাঠাও পে দিয়ে পেমেন্ট  করলে থাকছে ক্যাশব্যাকও।

পরিবার নিয়ে মেলায় যাওয়া হোক, প্রতিদিন স্টলে যাতায়াত হোক, বা অফিস শেষে নিয়মিত মেলা ঘোরা, এই অফার সবার জন্য।

বাণিজ্য মেলার  রুটে অটোমেটিক রাইড ডিসকাউন্ট:

Pickup বা Drop-off লোকেশন হিসেবে Dhaka International Trade Fair সেট করলেই ডিসকাউন্ট নিজে থেকেই অ্যাপ্লাই হবে।

  • Car: ১২% ছাড়, সর্বোচ্চ ৳২০০ পর্যন্ত (ইন্টারসিটি)
  • Bike: ৩৫% ছাড়, সর্বোচ্চ ৳১০০ পর্যন্ত
  • CNG: ২৫% ছাড়, সর্বোচ্চ ৳১০০ পর্যন্ত

কোনো প্রোমো কোড লাগবে না। বুক করুন, আর রাইড নিন।

পাঠাও পে পেমেন্টে বাড়তি ক্যাশব্যাক:

DITF 2026 Pathao Pay Cashback

Car Intercity রাইডে পাঠাও পে দিয়ে পেমেন্ট করলে পাবেন ১৫% ক্যাশব্যাক, সর্বোচ্চ ৳১৫০; যত খুশি ততবার! ক্যাশব্যাক পেয়ে যাবেন ৩ কর্মদিবসের মধ্যে। সাথে পেয়ে যাবেন ডিসকাউন্টও।

এই অফার যারা পাবেন:

  • যারা কেনাকাটা, খাবার আর ঘোরাঘুরির জন্য বানিজ্য মেলা যাচ্ছেন
  • মেলার এক্সিবিটররা, যারা প্রতিদিন যাতায়াত করেন
  • যারা কম খরচে, ক্যাশলেস রাইড পছন্দ করেন

এই বাণিজ্য মেলার মৌসুমে যাতায়াতের চিন্তা বাদ দিন। মন দিন কেনাকাটা, খাবার আর ঘোরাঘুরিতে। পাঠাও-এর সাথে জানুয়ারির বাণিজ্য মেলার যাত্রা হবে সহজ, সাশ্রয়ী আর ঝামেলাহীন।