পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

অফলাইন রাইড, অনলাইনে নিরাপত্তা

Pathao-Connect

আমরা সবাই এই পরিস্থিতিতে পড়েছি  যেমন ফোনের চার্জ শেষ, ডেটা নেই, বা হয়তো অ্যাপ খুলতে ইচ্ছা করছে না। তখন অনেকেই যা করেন, হাতের কাছে থাকা কোনো রাইড নিয়ে নেন, ভাড়া ঠিক করেন, আর ভরসা করেন যে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাবেন।

কিন্তু সমস্যা হলো, এই অফলাইন রাইডে একবার উঠলে আপনি যেন অদৃশ্য হয়ে যান। নেই কোনো ট্র্যাকিং, রাইডারের তথ্য, বা নিরাপত্তা। আর এমন রাইডে আপনি পড়তে পারেন বিভিন্ন ধরণের সমস্যায়।

প্রতিদিনের ৬০%-এর বেশি বাইক রাইড হচ্ছে অ্যাপের বাইরে! এর মানে, অনেক রাইডে কোনো যাচাই-বাছাই নেই, নেই সুরক্ষা এবং এতে ইউজার ও রাইডার উভয়েরই ঝুঁকি বাড়ে।

এই সমস্যার সমাধান: পাঠাও কানেক্ট

পাঠাও কানেক্ট হলো অ্যাপের বাইরে হওয়া রাইডগুলোর জন্য একটা স্মার্ট সল্যুশন। ফোনের চার্জ শেষ হোক, ডেটা না থাকুক, বা আপনি যদি অ্যাপ খুলতেও না চান, তবুও এই ফিচার আপনার রাইডকে নিরাপদ, ট্র্যাকযোগ্য আর সুরক্ষিত করে তোলে।

অফলাইনের মতো সুবিধা, কিন্তু অনলাইনের মতো সুরক্ষা, এই হচ্ছে পাঠাও কানেক্ট-এর লক্ষ্য।

পাঠাও কানেক্ট কীভাবে কাজ করে?

পাঠাও কানেক্ট চালু করা খুবই সহজ। দুইভাবে করা যায়: 

  • যাত্রী চালকের ৬ ডিজিট কোড বা ফোন নম্বর + ওটিপি অ্যাপে দিয়ে রাইড কানেক্ট করতে পারেন।
  • অথবা, চালক যাত্রীর ফোন নম্বর, ভাড়া ও ওটিপি দিয়ে রাইড কানেক্ট করতে পারেন।

ব্যস! কানেক্ট হয়ে গেল। এখন আপনার রাইড ট্র্যাক হচ্ছে, সেভ করা আছে, আর পাঠাও-এর সব সেফটি ফিচারও অ্যাকটিভ।

নিরাপত্তার সাথে রাইড দিন নিজের মতো করে

পাঠাও কানেক্ট এমন এক ফিচার, যেটা আপনাকে অফলাইনের মতো ফ্লেক্সিবিলিটি দেয়, কিন্তু পাঠাও-এর সব সুবিধা বজায় রাখে, 

  • চালকের সঙ্গে সরাসরি ভাড়া ঠিক করুন
  • ক্যাশে পেমেন্ট দিন
  • কোনো অতিরিক্ত চার্জ নেই
  • বিনামূল্যে ট্রিপ সেফটি কভারেজ
  • লাইভ লোকেশন শেয়ারিং ও চালকের যাচাই করা তথ্য

আরও বাড়তি সুবিধা?

অবশ্যই আছে!

কানেক্ট থাকলে শুধু নিরাপত্তাই নয়, আরও কিছু রিওয়ার্ডসও পাবেন,

  • রাইড করলেই পাবেন পাঠাও পয়েন্ট, যা পরের ডিসকাউন্টে কাজে লাগবে
  • পাঠাও-এর বিভিন্ন অফার ও বেনিফিট পাওয়ার সুযোগ থাকে

কারণ নিরাপত্তার জন্য ওয়াইফাই থাকা জরুরি নয়

দিনশেষে পাঠাও কানেক্ট মানে সবার জন্য সহজে নিরাপদ রাইড নিশ্চিত করা। আপনার ফোন ১% চার্জে থাকুক বা আপনি কখনো অ্যাপ না খুলে থাকুন, আপনি যদি পাঠাও-এর সাথে থাকেন, তাহলে আপনি সেইফ।