পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও পার্টনারদের জন্য অ্যাডমিরাল টুল সুবিধা

অ্যাডমিরাল কি?

অ্যাডমিরাল এমন একটি টুল যার মাধ্যমে একজন পাঠাও পার্টনার তার অধীনস্থ ক্যাপ্টেইন এবং ভেহিকেলগুলোর ব্যবস্থাপনা করতে পারবেন।

অ্যাডমিরাল থেকে আমি কি কি সুবিধা পাবো ?

অ্যাডমিরাল একজন পার্টনারকে যেসকল সুবিধা প্রদান করে তা নিম্নরুপঃ

১) অ্যাডমিরাল থেকে একজন পার্টনার তার অধীনে কতগুলো যানবাহন এবং ড্রাইভার আছে সেটা দেখতে পারবেন।

২) এখানে পার্টনারের অধীনস্থ গাড়ী এবং ড্রাইভার সংযুক্ত করার সুবিধাথাকছে। এর ফলে, পার্টনার চাইলেই একটি গাড়ী নির্দিষ্ট একজন ক্যাপ্টেইন কে এসাইন অথবা উক্ত গাড়ী থেকে রিমুভ করতে পারবেন।

৩) অ্যাডমিরালের অন্যতম একটি ফিচার মনিটরিং। এই ফিচারের মাধ্যমে একজন পার্টনার লাইভ দেখতে পারবেন তার গাড়িটি কোন লোকেশনে আছে এবং কি অবস্থায় আছে। কি অবস্থায় বলতে, তার ড্রাইভার লগড ইন না লগড আউট, অনলাইন না অফলাইন, ট্রিপে আছে নাকি আইডেল ইত্যাদি তথ্য দেখতে পারবেন।

৪) একজন পার্টনার অ্যাডমিরালের মাধ্যমে জানতে পারবেন তার অধীনস্থ ক্যাপ্টেইনদের কার কাছে কত গুলো ট্রিপ রিকুয়েস্ট এসেছে,ক্যাপ্টেইন কতগুলো একসেপ্ট করেছে,কপ্লিশন রেট কত এবং এভারেজ রেটিং কত ইত্যাদি।

৫) এছাড়া পার্টনার তার গাড়ীগুলোর মাধ্যমে অর্জিত সমস্ত আয়, বোনাস আয় এবং নির্দিষ্ট ডেটে তার ট্রিপ আয়ের বিবরণ এই অ্যাডমিরালের মাধ্যমেই পেয়ে যাবেন।

‘প্রত্যেকটি কাগজ পরিস্কার এবং আসল স্ক্যান কপি হতে হবে।’

একজন এডমিন সব তথ্য যাচাই করে দেখবেন তা ঠিক আছে কিনা। যদি সব তথ্য সঠিক হয় তাহলে তিনি একটি পার্টনার অ্যাকাউন্ট তৈরি করবেন

প্রত্যেকটি কাগজ পর্যালোচনা করা হবে। প্রত্যেকটি কাগজ ঠিক থাকলে তাকে পার্টনার হিসেবে অংশীদার করা হবে। প্রত্যেকটি পার্টনার একটি SMS এর মাধ্যমে তাদের অ্যাকাউন্টের লগ-ইন তথ্য পেতে পারবেন।

ওয়াক ইন সাপোর্টের মাধ্যমে অ্যাক্সেস

ওয়াক ইন সাপোর্টের মাধ্যমেও পার্টনার হওয়া যাবে। পার্টনার হিসেবে যোগ দিতে যেসব কাগজপত্র লাগবে-

  • পার্টনারের নাম
  • যোগাযোগের নাম্বার
  • ই-মেইলের ঠিকানা
  • গাড়ির ক্যাপ্টেনের বিস্তারিত তথ্য (নাম, ফোন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, এন আই ডি)

ওয়াক ইন সাপোর্ট প্রত্যেকটি কাগজপত্র পর্যালোচনা করবে। প্রত্যেকটি কাগজপত্র ঠিক থাকলে তাকে পার্টনার হিসেবে অংশীদার করা হবে। প্রত্যেকটি পার্টনার একটি SMS এর মাধ্যমে তাদের অ্যাকাউন্টের লগ-ইন তথ্য পেতে পারবেন।

ব্যবহারবিধি:

কিভাবে লগইন করবো?

enlist.pathaointernal.com/login এই লিংকে যান। লগইন করার জন্য নির্দিষ্ট বক্সে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিন। এরপর সাইনইন  প্রেস করুন।

ড্যাশবোর্ড কি?

একজন অ্যাডমিরাল পার্টনার হিসেবে আপনি ড্যাশবোর্ডে আপনার নিজের আয়ের তথ্য যেমন লাইফ টাইম আর্নিং, লাইফ টাইম ট্রিপ,এভারেজ রেটিং এবং টোটাল ডিউ এমাউন্ট ইত্যাদি একসাথে দেখতে পারবেন।

আমার অধীনে যে যে ক্যাপ্টেন আছে সেটা কিভাবে দেখতে পারবো?

অ্যাডমিরাল থেকে ক্যাপ্টেইনস এ ক্লিক করুন, তারপর অল ক্যাপ্টেনস এ যান। এখানে আপনি আপনার অধীনস্থ সব ক্যাপ্টেন দেখতে পারবেন।

আমার অধীনে যে যে গাড়ী আছে সেটা কিভাবে দেখতে পারবো?

অ্যাডমিরাল থেকে ভেহিকেলস এ ক্লিক করুন, তারপর অল ভেহিকেলস এ যান। এখানে আপনি আপনার অধীনস্থ সব গাড়ী দেখতে পারবেন।

আমি কিভাবে গাড়ী আর ক্যাপ্টেইনের পেয়ার করবো?

প্রথমে আপনি ভেহিকেলস এ যান। সেখানে আপনি আপনার অধীনে যতগুলো গাড়ী আছে তার লিস্ট দেখতে পারবেন। প্রতিটি গাড়ীর পাশেই “এসাইন ড্রাইভার” নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে “সিলেক্ট এ ড্রাইভার” নামে একটি বক্স আসবে। এখানে আপনি যে কাঙ্ক্ষিত ক্যাপ্টেইনকে এই গাড়ীটির সাথে পেয়ার করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বার অথবা নাম লিখে সার্চ করে এসাইন ড্রাইভারে ক্লিক করুন।

আমি কিভাবে গাড়ী একজন ড্রাইভার থেকে অন্য ড্রাইভাকে এসাইন করবো ?

প্রথমে আপনি ভেহিকেলস এ যান। সেখানে আপনি আপনার অধীনে যতগুলো গাড়ী আছে তার লিস্ট দেখতে পারবেন। আপনি যে গাড়ীর ক্যাপ্টেন রিমুভ করতে চাচ্ছেন সে গাড়ীটি খুঁজে বের করুন এবং “রিমুভ ড্রাইভার” এ ক্লিক করুন। এর ফলে উক্ত গাড়ী থেকে ড্রাইভারটি আনপেয়ার হয়ে যাবে। এরপর আপনি দেখবেন ওখানে “এসাইন ড্রাইভার” নামক অপশনটি চলে এসেছে। এখানে ক্লিক করলে “সিলেক্ট এ ড্রাইভার” নামে একটি বক্স আসবে। এখানে আপনি যে কাঙ্ক্ষিত ক্যাপ্টেইনকে এই গাড়ীটির সাথে পেয়ার করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বার অথবা নাম লিখে সার্চ করে “এসাইন ড্রাইভার” এ ক্লিক করুন।

ট্রাকিং এর মাধ্যমে আমি কি করতে পারব?

একজন পার্টনার ট্রাকিং টুল থেকে তার অধীনে যে গাড়িগুলো আছে সেগুলো মনিটর করতে পারবে। এখানে ম্যাপের মাধ্যমে সে রিয়াল টাইমে তার গাড়ি কোথায় আছে, আইডেল আছে নাকি অন-ট্রিপে আছে তার বিস্তারিত দেখতে পারবেন।

মনিটরিং এর মাধ্যমে আমি কি দেখতে পারব?

একজন পার্টনার মনিটরিং টুলের মাধ্যমে তার অধীনস্থ ক্যাপ্টেইনদের বিভিন্ন বিষয় দিক সম্পর্কে অবগত হতে পারবেন। যেমনঃ তার কাছে কতগুলো রাইড রিকোয়েস্ট এসেছিল, সে কতগুলো ট্রিপ কমপ্লিট করেছে, তার কম্লিশন রেট কত এবং তার এভারেজ রেটিং। এখানে আপনি ক্যাপ্টেইনদের নাম এবং তারিখ ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।

আরনিংসের মাধ্যমে আমি কি দেখতে পারব?

এখানে প্রথমেই থাকছে “টোটাল ট্রিপ আরনিংস”, যার ডিটেইলসে গেলে আপনি আপনার ক্যাপ্টেনদের দ্বারা সম্পন্ন প্রতিটি রাইড পর্যবেক্ষণ করতে পারবেন, এছাড়া এখানে আপনি ফিল্টার অপশন পাবেন। এরপরে রয়েছে “টোটাল কোয়েস্ট বোনাস” যার মধ্যমে আপনি দেখতে পারবেন কোয়েস্টের মাধ্যমে আপনি কত টাকা বোনাস পেয়েছেন। পরবর্তী দুই বক্সে আপনি “হটজোন বোনাস” এবং “রেফারেল বোনাস” দেখতে পারবেন।

অ্যাডমিরাল অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড পাঠাও অ্যাপ