পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

Pathao Treasure Hunt: 10 বছর সেলিব্রেট করুন Rewards-এর সাথে

Treasure Hunt

পাঠাও পাড়ি দিলো ১০ বছর! এই আনন্দের সময়টা আরও exciting করে তুলতে পাঠাও এনেছে এক দারুণ গেম, Treasure Hunt. “10 Years of Growing with You” ক্যাম্পেইনের অংশ হিসেবে এই গেইমে থাকছে পুরস্কার আর সারপ্রাইজ একসাথে! ৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে এই fun game, যেখানে riddles, rewards আর surprises অপেক্ষা করছে প্রতিদিন।

কীভাবে খেলবেন Treasure Hunt

২৮ দিন পর্যন্ত প্রতিদিন পাঠাও অ্যাপের Spotlight Stories-এ দেওয়া হবে একটি করে hint বা riddle. প্রতিটি riddle আপনাকে অ্যাপের  নির্দিষ্ট একটি জায়গা খুঁজে বের করতে বলবে। সেই জায়গা খুঁজে পেলেই মোবাইলটি দুইবার shake করুন। ব্যস! সাথে সাথেই স্ক্রিনে চলে আসবে একটি pop-up, যেখানে জানিয়ে দেওয়া হবে আপনি জিতে গেছেন 2০০ Pathao Points!

এতেই শেষ নয়! প্রতিটি pop-up-এই থাকবে আরও rewards-এর hint যা আপনাকে প্রতিদিন খেলতে উৎসাহিত করবে। পুরো গেমটি  এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি হয় easy, engaging, এবং fun. 

Weekly এবং Grand Prizes

প্রতি সপ্তাহে সাত দিনের কার্যক্রমের ভিত্তিতে, ১০ জন নির্বাচিত বিজয়ী পাবেন আরও বড় পুরস্কার, যেখানে মোট পুরস্কারের পরিমাণ ৫ লাখ টাকা! এই আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে Oraimo Bangladesh।

Join the Fun & Win!

এই Treasure Hunt শুধু একটি গেম নয়, এটি পাঠাও ও ইউজারদের ১০ বছরের যাত্রার আনন্দ উদযাপন। প্রতিদিন খেলুন, hints খুঁজে বের করুন, rewards জিতুন, আর Pathao-র সাথে উদযাপন করুন এই ১০ বছরের যাত্রা।

৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অংশ নিন Pathao Treasure Hunt-এ, unlock করুন rewards, আর একসাথে উদযাপন করুন ১০ বছরের Growing Together!

শর্তাবলি:

১। যোগ্যতা

  •  এই ক্যাম্পেইনে বাংলাদেশের সব ভেরিফাইড পাঠাও ইউজাররা অংশ নিতে পারবেন।
  •  পাঠাও-এর কর্মচারীরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না।

২। বিজয়ী নির্বাচন

  • বিজয়ীদের নির্বাচিত করা হবে পয়েন্ট ও সামগ্রিক অংশগ্রহণের ভিত্তিতে।
  •  যদি দুইজন ইউজারের পয়েন্ট ও অংশগ্রহণ সমান হয়, তাহলে যে ইউজার সেদিন আগে খেলেছেন, তাকেই বিজয়ী ধরা হবে। যদি তাতেও সমতা থাকে, তাহলে পাঠাও অ্যাপের সর্বাধিক ইউজারকে বিজয়ী ঘোষণা করা হবে।
  •  সাপ্তাহিক বিজয়ীদের নাম প্রতি বৃহস্পতিবার পাঠাও-এর অফিসিয়াল চ্যানেল (সোশ্যাল মিডিয়া, পুশ নোটিফিকেশন, ইন-অ্যাপ স্পটলাইট) এর মাধ্যমে ঘোষণা করা হবে।
  •  সব বিজয়ীর সাথে পাঠাও টিম সরাসরি যোগাযোগ করবে।
  •  পাঠাও-এর সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক। কোনো আপত্তি গ্রহণ করা হবে না।

৩। পুরস্কার সংক্রান্ত শর্ত

  •  পুরস্কার নগদ অর্থ বা অন্য কোনো জিনিসের সঙ্গে বিনিময়যোগ্য নয়।
  •  প্রয়োজনে পাঠাও সমমূল্যের বা বেশি মূল্যের অন্য কোনো পুরস্কার দিতে পারে।
  •  পুরস্কারের উপর প্রযোজ্য যেকোনো কর/শুল্ক বিজয়ীকেই বহন করতে হবে।

৪। অযোগ্যতা

  •  যেকোনো ধরনের প্রতারণা, ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার, বা সিস্টেম ম্যানিপুলেশন ধরা পড়লে পাঠাও সেই ইউজারকে অযোগ্য ঘোষণা করার অধিকার রাখে।

৫। দায়-দায়িত্ব

  • অ্যাপের টেকনিক্যাল সমস্যা, ডাউনটাইম বা দেরিতে ট্রানজ্যাকশন হওয়ার কারণে কোনো অসুবিধা হলে তার জন্য পাঠাও দায়ী নয়।
  •  অংশগ্রহণ বা পুরস্কার ব্যবহারের ফলে কোনো ক্ষতি বা আঘাতের দায় পাঠাও নেবে না।

৬। অধিকার ও অনুমতি

  • অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা সম্মতি দিচ্ছেন যে, পাঠাও তাদের নাম, ছবি ও পরিচিতি প্রচারমূলক কাজে ব্যবহার করতে পারবে, কোনো অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই।

৭। পরিবর্তন ও বন্ধ 

  •  অপ্রত্যাশিত পরিস্থিতিতে পাঠাও পূর্বঘোষণা ছাড়াই ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার রাখে।

৮। পুরস্কার সংগ্রহ

  • যদি কোনো বিজয়ী পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারেন, তাহলে তিনি নোটিফিকেশন পাওয়ার ১৫ (পনেরো) দিনের মধ্যে পুরস্কার সংগ্রহ করতে পারবেন।