এক্সক্লুসিভ অফার: পাঠাও-এর ১০ বছরের যাত্রা
- প্রোমোশনসমূহ
- অক্টোবর 8, 2025

এই অক্টোবর, পাঠাও সেলিব্রেট করছে আপনাদের সাথে একসাথে বেড়ে ওঠার ১০ বছর। আর তা উদযাপন করতে পাঠাও নিয়ে এসেছে “10 Years of Growing with You” ক্যাম্পেইন, চলবে ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। এক মাসব্যাপী আকর্ষণীয় অফার এবং আনন্দময় মুহূর্তে ভরা এই সেলিব্রেশন আপনার জন্য স্মরণীয় হয়ে উঠবে।
Pathao Food: প্রতি Bite-এ Discount
ফুড লাভাররাও সেলিব্রেশনে পার্টিসিপেট করতে পারবেন। Pathao Food অফার করছে প্রতি অর্ডারে 10% Discount, সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত, ৫ বার ব্যবহার করে মোট ১,২৫০ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। Quick bite হোক বা Full meal, প্রতিটি অর্ডার হবে আরও Enjoyable.

Pathao Car & Bike Rides: প্রতিটি Journey উপভোগ করুন
City রাইড এখন আরো সুবিধাজনক! Pathao Car এবং Bike রাইডে পাবেন 10% Discount, প্রতি রাইডে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত, তিনবার ব্যবহার করে মোট ১৫০ টাকা পর্যন্ত সেভ! প্রতিদিনের যাতায়াত হোক বা ছোটো ট্রিপ, প্রতিটি জার্নি হবে Smooth এবং Affordable।

Pathao Car Intercity Rides: দূরের যাত্রা, সহজ ও সাশ্রয়ী
Pathao Car Intercity রাইডে পাবেন 10% Discount, প্রতি ট্রিপে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত, দুইবার ব্যবহার করে মোট ২০০ টাকা পর্যন্ত সেভ। পরিবার, বন্ধু বা নতুন শহর ঘুরতে, পাঠাও নিশ্চিত করছে আপনার যাত্রা হবে Comfortable, Reliable এবং Cost-effective।

Pathao Pay: Cashback-এ Happiness
ক্যাম্পেইন চলাকালীন, Pathao Pay ইউজাররা পাবেন প্রতি পেমেন্টে 10% Cashback, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। মোট ৩ বার ব্যবহার করে ৩০০ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। প্রতিটি Payment এখন শুধু Convenience না, বরং Reward-এরও একটি সুযোগ!

শর্তাবলী:
- এই ক্যাম্পেইন চলবে ৯ অক্টোবর ২০২৫ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
- ক্যাম্পেইনটি প্রযোজ্য Pathao Pay, Pathao Food, Pathao Car & Bike, এবং Pathao Intercity সার্ভিসের জন্য।
- অফার নগদ অর্থে রিডিম বা পরিবর্তন করা যাবে না।
- পাঠাও যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বন্ধ করার অধিকার রাখে।
- অফার অপব্যবহার বা পাঠাও-এর শর্ত ভঙ্গ করলে অংশগ্রহণকারী ক্যাম্পেইন থেকে বাতিল ঘোষিত হতে পারেন।
- সব পাঠাও সার্ভিসে পাবেন মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
- প্রতি বার সর্বোচ্চ ১০০ টাকা করে, ৩ বার পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
- ক্যাশব্যাক ইন্সট্যান্টলি যোগ হবে।
- এই অফারটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাঠাও পে ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
- প্রতিটি পাঠাও পে ব্যবহারকারী এই অফারটি নিতে পারবেন।
- ক্যাম্পেইনের সব দিক, যেমন যোগ্যতা, রিডেম্পশন এবং শর্তের ব্যাখ্যা, সবকিছুর উপর পাঠাও-এর পূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে। পাঠাও-এর সিদ্ধান্তই হবে চূড়ান্ত ও বাধ্যতামূলক।
এক দশকের Growth সেলিব্রেশন
এই অফারগুলো শুধু Discount না, পাঠাও-এর ১০ বছরের যাত্রায় সাথে থাকার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানানো। Payment হোক, Food হোক, City বা Intercity Ride হোক, প্রতিটি অভিজ্ঞতা প্রকাশ করছে পাঠাও-এর Commitment, আপনার জীবনকে আরও সহজ, সুবিধাজনক, এবং Rewarding করে তোলার।
সেলিব্রেশনে যোগ দিন
Cashback থেকে শুরু করে Ride এবং Food-এ Discount, পাঠাও আপনাদের প্রতিদিনের এক্সপেরিয়েন্সকে Celebration-এর সাথে কানেক্ট করেছে । ক্যালেন্ডার মার্ক করুন, এই Exclusive Offers উপভোগ করুন, এবং পাঠাও-এর সাথে ১০ বছর Growing Together সেলিব্রেট করুন!