পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

এক্সক্লুসিভ অফার: পাঠাও-এর ১০ বছরের যাত্রা

10 Years of Growing With You Pathao Anniversary Celebration

 এই অক্টোবর, পাঠাও সেলিব্রেট করছে আপনাদের সাথে একসাথে বেড়ে ওঠার ১০ বছর। আর তা উদযাপন করতে পাঠাও নিয়ে এসেছে “10 Years of Growing with You” ক্যাম্পেইন, চলবে ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। এক মাসব্যাপী আকর্ষণীয় অফার এবং আনন্দময় মুহূর্তে ভরা এই সেলিব্রেশন আপনার জন্য স্মরণীয় হয়ে উঠবে।

Pathao Food: প্রতি Bite-এ Discount

ফুড লাভাররাও সেলিব্রেশনে পার্টিসিপেট করতে পারবেন। Pathao Food অফার করছে প্রতি অর্ডারে 10% Discount, সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত, ৫ বার ব্যবহার করে মোট ১,২৫০ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। Quick bite হোক বা Full meal, প্রতিটি অর্ডার হবে আরও Enjoyable.

Pathao Car & Bike Rides: প্রতিটি Journey উপভোগ করুন

City রাইড এখন আরো সুবিধাজনক! Pathao Car এবং Bike রাইডে পাবেন 10% Discount, প্রতি রাইডে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত, তিনবার ব্যবহার করে মোট ১৫০ টাকা পর্যন্ত সেভ! প্রতিদিনের যাতায়াত হোক বা ছোটো ট্রিপ, প্রতিটি জার্নি হবে Smooth এবং Affordable।

Pathao Car Intercity Rides: দূরের যাত্রা, সহজ ও সাশ্রয়ী

Pathao Car Intercity রাইডে পাবেন 10% Discount, প্রতি ট্রিপে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত, দুইবার ব্যবহার করে মোট ২০০ টাকা পর্যন্ত সেভ। পরিবার, বন্ধু বা নতুন শহর ঘুরতে, পাঠাও নিশ্চিত করছে আপনার যাত্রা হবে Comfortable, Reliable এবং Cost-effective।

Pathao Pay: Cashback-এ Happiness

ক্যাম্পেইন চলাকালীন, Pathao Pay ইউজাররা পাবেন প্রতি পেমেন্টে 10% Cashback,  সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। মোট ৩ বার ব্যবহার করে ৩০০ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। প্রতিটি Payment এখন শুধু Convenience না, বরং Reward-এরও একটি সুযোগ!

শর্তাবলী:

  1. এই ক্যাম্পেইন চলবে ৯ অক্টোবর ২০২৫ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
  2. ক্যাম্পেইনটি প্রযোজ্য Pathao Pay, Pathao Food, Pathao Car & Bike, এবং Pathao Intercity সার্ভিসের জন্য।
  3. অফার নগদ অর্থে রিডিম বা পরিবর্তন করা যাবে না।
  4. পাঠাও যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বন্ধ করার অধিকার রাখে।
  5. অফার অপব্যবহার বা পাঠাও-এর শর্ত ভঙ্গ করলে অংশগ্রহণকারী ক্যাম্পেইন থেকে বাতিল ঘোষিত হতে পারেন।
  6. সব পাঠাও সার্ভিসে পাবেন মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
  7. প্রতি বার সর্বোচ্চ ১০০ টাকা করে, ৩ বার পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  8. ক্যাশব্যাক ইন্সট্যান্টলি যোগ হবে।
  9. এই অফারটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাঠাও পে ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
  10. প্রতিটি পাঠাও পে ব্যবহারকারী এই অফারটি নিতে পারবেন।
  11. ক্যাম্পেইনের সব দিক, যেমন যোগ্যতা, রিডেম্পশন এবং শর্তের ব্যাখ্যা, সবকিছুর উপর পাঠাও-এর পূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে। পাঠাও-এর সিদ্ধান্তই হবে চূড়ান্ত ও বাধ্যতামূলক।

এক দশকের Growth সেলিব্রেশন

এই অফারগুলো শুধু Discount না, পাঠাও-এর ১০ বছরের যাত্রায় সাথে থাকার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানানো। Payment হোক, Food হোক, City বা Intercity Ride হোক, প্রতিটি অভিজ্ঞতা প্রকাশ করছে পাঠাও-এর Commitment, আপনার জীবনকে আরও সহজ, সুবিধাজনক, এবং Rewarding করে তোলার।

সেলিব্রেশনে যোগ দিন

Cashback থেকে শুরু করে Ride এবং Food-এ Discount, পাঠাও আপনাদের প্রতিদিনের এক্সপেরিয়েন্সকে Celebration-এর সাথে কানেক্ট করেছে । ক্যালেন্ডার মার্ক করুন, এই Exclusive Offers উপভোগ করুন, এবং পাঠাও-এর সাথে ১০ বছর Growing Together সেলিব্রেট করুন!