10 Years of Growing with You: পাঠাও-এর অ্যানিভার্সারি সেলিব্রেশন
- প্রোমোশনসমূহ
- অক্টোবর 9, 2025

এই অক্টোবর, পাঠাও-এর আপনাদের সাথে ১০ বছরের এই যাত্রা উদযাপন করতে যাচ্ছে। ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে “10 Years of Growing with You” অ্যানিভার্সারি ক্যাম্পেইন। এক মাস জুড়ে এই ক্যাম্পেইনে থাকছে Exciting offers, দশে ১০ Quiz, Treasure Hunt, Flash Deals, Wish পাঠাও সহ আরও অনেক সারপ্রাইজ।
পাঠাও-এর সব সার্ভিসে এক্সক্লুসিভ অফার
ইউজারদের ধন্যবাদ জানাতে পাঠাও আনছে এক্সক্লুসিভ অফার-
- Pathao Pay: 10% cashback, প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ৩০০ টাকা, ৩ বার ব্যবহার করা যাবে।
- Pathao Food: 10% Discount, প্রতি অর্ডারে সর্বোচ্চ ২৫০ টাকা, ৫ বার ব্যবহার করা যাবে, মোট ১,২৫০ টাকা পর্যন্ত।
- Pathao Car & Bike: 10% Discount, প্রতি রাইডে সর্বোচ্চ ৫০ টাকা, ৩ বার ব্যবহার, মোট ১৫০ টাকা পর্যন্ত।
- Car Intercity: 10% Discount, প্রতি রাইডে সর্বোচ্চ ১০০ টাকা, দুইবার ব্যবহার, মোট ২০০ টাকা পর্যন্ত।

Treasure Hunt
ইন্টারেক্টিভ Twist হিসেবে চলবে Pathao Treasure Hunt, ২৮ দিনের জন্য। প্রতিদিন অ্যাপের Spotlight Story-তে একটি Hint পাবেন, যেটা আপনাকে App-এর সঠিক সেকশন খুঁজে বের করতে সাহায্য করবে। সঠিক সেকশন খুঁজে পেলে ফোন দুইবার Shake করে ২০০ পয়েন্টস সাথে সাথে পাবেন। প্রতি সপ্তাহে সেরা অংশগ্রহণকারীরা পাবেন আরও বড় পুরস্কার, যেখানে মোট পুরস্কারের পরিমাণ ৫ লাখ টাকা! এই আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে Oraimo Bangladesh। তাহলে, আপনি কি প্রস্তুত ট্রেজার হান্টে নামতে?


দশে ১০ Quiz
পাঠাও নিয়ে এসেছে মজার কুইজ গেইম, দশে ১০ Quiz! ৯ই অক্টোবর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত চলবে এই কুইজ, যেখানে মোট ৩০টি আলাদা প্রশ্ন সেট থাকবে। । এসব প্রশ্ন পাওয়া যাবে QR কোড স্ক্যান করে, যা থাকবে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরি, অ্যাপের কার্ড এবং অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশনে। Highest Score করা Top 10 Participant-রা পাবেন ১ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার।


Wish পাঠাও
অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আরেকটি আকর্ষণ হল Wish পাঠাও, যা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করবে। আগের Make a Wish ক্যাম্পেইনের সাফল্যকে সামনে রেখে, পাঠাও এবার ইউজার থেকে ১০টি এবং সাপ্লাই সাইড পার্টনার থেকে ১০টি, মোট ২০টি wishes পূরণ করবে। Wishes জমা দিতে পারবেন Social Media, Walk-in Centers, Courier Hubs, In-app cards এবং On-ground Activations-এর মাধ্যমে, ৯ নভেম্বর পর্যন্ত। উদযাপন শেষ হবে Wish Fulfillment Ceremony-তে, যেখানে এমন গল্পগুলোই তুলে ধরা হবে যা দেখাবে পাঠাও কীভাবে কমিউনিটির সাথে সংযুক্ত হয়েছে ।


iPhone Giveaway
সেলিব্রেশন Exciting Deals -এর সাথে বড় রিওয়ার্ড জেতার সুযোগ ছাড়া যেন অসম্পূর্ণ। তাই যে ইউজার বেশি বেশি Ride বা Food Delivery Complete করবেন, Automatic তিনি iPhone Giveaway Campaign-এ Entry পাবেন। ক্যাম্পেইন চলবে ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত, পুরস্কার হিসেবে থাকছে iPhone 17 Pro Max. এই ক্যাম্পেইনে একজন বিজয়ী নির্ধারণ করা হবে। প্রতিটি রাইড এবং অর্ডার হতে পারে আপনার জন্য বড় রিওয়ার্ড জেতার সুযোগ।


সেলিব্রেশনে যোগ দিন
Cashback, Discounts, Treasure Hunt, দশে ১০ কুইজ এবং Wish পাঠাও, এই সবকিছু নিয়ে “10 Years of Growing with You” ক্যাম্পেইন শুধু উদযাপন নয়। এটি হলো প্রতিটি ইউজার, সাপ্লাই পার্টনার এবং পাঠাও কমিউনিটির প্রতি ধন্যবাদ জানানো। আপনার ক্যালেন্ডার মার্ক করুন, Excitement-এ অংশ নিন এবং পাঠাও-এর এই ১০ বছরের যাত্রায় অংশ নিন।
পাঠাও ১০ বছর অ্যানিভার্সারি ক্যাম্পেইন: শর্তাবলী
পাঠাও লিমিটেড, ১০ বছরের যাত্রা উদযাপন করছে নানা আকর্ষণীয় অফার, প্রতিযোগিতা ও কার্যক্রমের মাধ্যমে। এইসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা নিচের সাধারণ ও কার্যক্রমভিত্তিক শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন।
সাধারণ শর্তাবলী
- ক্যাম্পেইন চলবে ৯ অক্টোবর ২০২৫ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
- সব অফার ও প্রতিযোগিতা শুধুমাত্র বাংলাদেশের যোগ্য পাঠাও ইউজারকারীদের জন্য।
- পাঠাও লিমিটেডের কর্মীরা কোনো কার্যক্রম বা গিভঅ্যাওয়েতে অংশ নিতে বা জিততে পারবেন না।
- অফার ও পুরস্কার নগদে রূপান্তরযোগ্য নয়।
- পাঠাও যে কোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের যেকোনো অংশ পরিবর্তন, স্থগিত বা বন্ধ করতে পারে।
- কোনো প্রতারণা, ভুয়া অ্যাকাউন্ট বা অফার অপব্যবহার করলে অংশগ্রহণ বাতিল করা হবে।
- যোগ্যতা, অংশগ্রহণ ও পুরস্কার বণ্টন সংক্রান্ত সব সিদ্ধান্ত পাঠাও-এর এবং তা চূড়ান্ত।
- অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা সম্মতি দেন যে পাঠাও তাদের নাম, ছবি ও তথ্য প্রচারণার কাজে ব্যবহার করতে পারবে, অতিরিক্ত কোনো পারিশ্রমিক ছাড়াই।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের ফলে কোনো প্রযুক্তিগত সমস্যা, অ্যাপ ডাউনটাইম বা ক্ষতির জন্য পাঠাও দায়ী থাকবে না।
- এই ক্যাম্পেইন সম্পর্কিত সব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার পাঠাও-এর থাকবে।
- অংশগ্রহণ মানেই এই শর্তাবলীর সম্পূর্ণ স্বীকৃতি।
- পাঠাও যেকোনো সময় এই ক্যাম্পেইন বন্ধ করার অধিকার রাখে।