পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

কিভাবে নতুন মার্চেন্ট প্যানেল ব্যবহার করবেন

লগ-ইন করার পদ্ধতি এবং নতুন ড্যাশবোর্ডে যা যা পাবেন

  • E-mail এবং  Password লিখে Login বাটনে প্রেস করুন 
  • Store, Order এবং invoice Menu এর সকল তথ্য Top bar এ পাবেন 
  • Dashboard এ sales statistics number ও  graph এর মাধ্যমে আপনার business performance সম্পর্কে জানতে পারবেন।

  • Quick Link এর মাধ্যমে Promo, Pricing Plan , coverage area সহ আর অনেক প্রয়োজনীয় জিনিস দেখতে পারবেন।

কিভাবে আপনার Store Create করবেন?

  • Homepage থেকে Create Store বাটন ক্লিক করুন  অথবা Top Bar থেকে Store a click korun tapror create store  বাটন ক্লিক করুন। 
  • এরপর আপনার store এর তথ্য দিয়ে create বাটনে ক্লিক করুন

কিভাবে অর্ডার দিবেন ?

  • Order প্লেস করার জন্য Topbar থেকে create order এ  ক্লিক করুন
  • তারপর product type, store name, আপনার customer এর সকল  তথ্য এবং amount to collect পূরণ করুন। Parcel এর ওজন এবং পরিমান  সংখ্যা লিখে save button টি click করুন।

  • একাধিক অর্ডার একসাথে দেওয়ার জন্য Bulk Order এ  ক্লিক করুন।

  • Insert CSV ক্লিক করে আপনার CSV/Excel FIle টি আপলোড করুন। সকল তথ্য ঠিক করার পর Confirm Orders ক্লিক করুন।

কিভাবে অর্ডারের বিস্তারিত তথ্য দেখবেন?


  • Topbar থেকে Order বাটন এ  ক্লিক করুন
  • আপনি ফিল্টার করে অর্ডার লিস্টে অর্ডার সংক্রান্ত সকল তথ্য দেখতে পারবেন। আপনি  চাইলে consignment id, Customer number, Date, Store name এবং Status দিয়ে filter করে যে কোন product সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

  • নির্দিষ্ট Order সংক্রান্ত তথ্য পেতে Consignment টিতে ক্লিক করুন