পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

এখন পাঠাও-এ বাইক, কার-এর সাথে চলে এলো পাঠাও সিএনজি!

Pathao CNG

শহরের ব্যস্ত রাস্তায় অফিস, জরুরি প্রয়োজনে, কিংবা বন্ধুর সঙ্গে দেখা, যেখানেই যাই না কেন, চাই নির্ভরযোগ্য, নিরাপদ এবং সাশ্রয়ী উপায়ে যাতায়াতের সুবিধা। তাই, বাইক ও কার-এর পাশাপাশি এবার সেই যাত্রাকে আরও সহজ করতে, পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন – পাঠাও সিএনজি!  সাশ্রয়ী ভাড়ায় পরিপূর্ণ সেইফটির সাথে শহরের যেকোনো প্রান্তে চলে যেতে পারবেন পাঠাও সিএনজি-তে।

অ্যাফোর্ডেবল ভাড়ায় সেইফ রাইড

ইউজাররা যেন প্রতিদিনের যাতায়াতে সাশ্রয় ও সেফটি উভয় নিশ্চয়তা পান , সেই প্রয়োজনীয়তা থেকেই লঞ্চ হয়েছে পাঠাও সিএনজি। এছাড়াও আছে ট্রান্সপারেন্ট ভাড়া, যার জন্য কোনো হিডেন চার্জের মুখোমুখি হতে হবে না।

প্রতি রাইডে পাঠাও সেফটি’র সাথে

আপনার প্রতিটি রাইডেই থাকছে পাঠাও সেফটি-এর নিশ্চয়তা –

  • জরুরি অবস্থার জন্য আছে SOS বাটন
  • পরিবারের বা বন্ধুর সাথে প্রয়োজনে রাইড লোকেশন শেয়ার করুন
  •  ১ লক্ষ টাকা পর্যন্ত সেফটি কভারেজের সাথে চলুন নিশ্চিন্তে 

স্মার্ট ফিচারের সাথে আরও সহজ যাত্রা

পাঠাও সিএনজি-তে থাকছে বিডিং মডেল, আপনার প্রয়োজন অনুযায়ী ভাড়া বিড করে সাশ্রয়ে পৌঁছাতে পারবেন গন্তব্যে। 

কেন নেবেন পাঠাও সিএনজি রাইড?

  • ভাড়ায় সাশ্রয়
  • ট্রান্সপারেন্ট ভাড়া
  • নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা

অ্যাফোর্ডেবল ও সেইফ রাইডের জন্য আজই পাঠাও সিএনজি রাইড রিকোয়েস্ট করুন! সেইফ ও অ্যাফোর্ডেবল, সব একসাথে এখন এক ক্লিকেই।