পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

ডিজিটাল পেমেন্টের মাধ্যমে উইথড্র/ক্যাশ উত্তোলন করার পদ্ধতি

ডিজিটাল পেমেন্টের মাধ্যমে উইথড্র/ক্যাশ উত্তোলন করার পদ্ধতি

খেয়াল করুনঃ ক্যাশ উত্তোলনের পূর্বে অবশ্যই ডিউ অ্যাডজাস্ট/বকেয়া পরিশোধ করতে হবে। ডিজিটাল পেমেন্ট দিয়ে ডিউ অ্যাডজাস্ট/বকেয়া পরিশোধ করার উপায় জানতে পড়ুন।

ধাপ ১ঃ প্রথমে আপনার পাঠাও ড্রাইভ ‘অ্যাকাউন্ট’ এর মধ্যে আপনার প্রোফাইলে যান, তারপর ‘Withdraw’ বা ‘উইথড্র’ বাটনে ক্লিক করুন।

ধাপ ২ঃ যত টাকা উত্তোলন বা উইথড্র করতে চান তা লিখে ‘Withdraw’ বা ‘উইথড্র’ বাটনে ক্লিক করুন।

যত টাকা উত্তোলন বা উইথড্র করতে চান তা লিখে ‘Withdraw’ বা ‘উইথড্র’ বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ চার ডিজিটের পিন কোড এন্ট্রি করে কনফার্ম বাটন/ নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন

চার ডিজিটের পিন কোড এন্ট্রি করে কনফার্ম বাটন/ নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন

ধাপ ৪ঃ ব্যাস, সাথে সাথেই উত্তোলন করা ক্যাশ আপনার নির্ধারিত বিকাশ বা রকেট একাউন্টে চলে যাবে।