কীভাবে পাঠাও রেন্টালস দিয়ে সহজে গাড়ি ভাড়া করবেন
- পাঠাও রেন্টালস
- ডিসেম্বর 26, 2024
হোক সোলো ট্রিপ, বিজনেস ট্রিপ, ফ্যামিলি ট্যুর কিংবা, ভ্যাকেশন কাটাতে পাঠাও রেন্টালস-এর সাথে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে। এছাড়াও পাঠাও রেন্টালস-এ পেয়ে যাবেন পছন্দমতো কার সিলেক্ট করা, ভাড়া অফার করা ও রাউন্ড ট্রিপ-এর মতো আরও অনেক সুবিধা! আসুন জেনে নেই পাঠাও রেন্টালস কীভাবে বুক করবেন,
ধাপ ১:
প্রথমেই আপনার পাঠাও অ্যাপ থেকে Rental-এ ক্লিক করুন
ধাপ ২:
রেন্টাল হোমপেইজ থেকে ‘Rent a Car’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৩:
আপনার প্রয়োজন অনুযায়ী কার সিলেক্ট করুন
ধাপ ৪:
তারপর Destination অপশনে ক্লিক করে আপনার গন্তব্য সিলেক্ট করে কনফার্ম করুন
ধাপ ৫:
এবার ‘Schedule Your Ride’-এ ক্লিক করে আপনার পিকআপ টাইম সিলেক্ট করুন।
ধাপ ৬:
আপনি যদি রাউন্ড ট্রিপ নিতে চান সেক্ষেত্রে Round Trip বাটনে ক্লিক করুন।
ধাপ ৭:
Round Trip অপশনে ক্লিক করে আপনার Return Date & Time সিলেক্ট করুন।
ধাপ ৮:
কোনো ইনফরমেশন দিতে চাইলে “Additional Instructions for Driver” অপশনে লিখুন।
ধাপ ৯:
আপনার পছন্দমতো ভাড়া অফার করুন
ধাপ ১০:
রিজনেবল ভাড়া অফার করুন।
ধাপ ১১:
আপনার বুকিং কনফার্ম করুন।
ধাপ ১২:
ব্যস! আপনার সুবিধামতো রেন্টাল ট্রিপস এখানে খুঁজে দেয়া হবে।
পাঠাও রেন্টালস-এর অভিজ্ঞ ড্রাইভার আপনার গন্তব্যে পৌঁছে দিবে নিরাপদে। পেমেন্ট করুন ক্যাশ, কার্ড বা ডিজিটাল ওয়ালেট দিয়ে। যেকোনো সময় সাহায্যের দরকার হলে, আমাদের ২৪/৭ কাস্টমার সাপোর্ট আপনার সাথেই আছে। বেস্ট ট্রাভেল এক্সপেরিয়েন্স পেতে ব্যবহার করুন পাঠাও রেন্টালস।