পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

কীভাবে পাঠাও রেন্টালস দিয়ে সহজে গাড়ি ভাড়া করবেন

কীভাবে পাঠাও রেন্টাল দিয়ে সহজে গাড়ি ভাড়া করবেন

হোক সোলো ট্রিপ, বিজনেস ট্রিপ, ফ্যামিলি ট্যুর কিংবা, ভ্যাকেশন কাটাতে পাঠাও রেন্টালস-এর সাথে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে। এছাড়াও পাঠাও রেন্টালস-এ পেয়ে যাবেন পছন্দমতো কার সিলেক্ট করা, ভাড়া অফার করা ও রাউন্ড ট্রিপ-এর মতো আরও অনেক সুবিধা! আসুন জেনে নেই পাঠাও রেন্টালস কীভাবে বুক করবেন,

ধাপ ১:

প্রথমেই আপনার পাঠাও অ্যাপ থেকে Rental-এ ক্লিক করুন

ধাপ ২:

রেন্টাল হোমপেইজ থেকে ‘Rent a Car’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩:

আপনার প্রয়োজন অনুযায়ী কার সিলেক্ট করুন

ধাপ ৪:

তারপর Destination অপশনে ক্লিক করে আপনার গন্তব্য সিলেক্ট করে কনফার্ম করুন

ধাপ ৫:

এবার ‘Schedule Your Ride’-এ ক্লিক করে আপনার পিকআপ টাইম সিলেক্ট করুন।

ধাপ ৬:

আপনি যদি রাউন্ড ট্রিপ নিতে চান সেক্ষেত্রে Round Trip বাটনে ক্লিক করুন।

ধাপ ৭:

Round Trip অপশনে ক্লিক করে আপনার Return Date & Time সিলেক্ট করুন।

ধাপ ৮:

কোনো ইনফরমেশন দিতে চাইলে “Additional Instructions for Driver” অপশনে লিখুন।

ধাপ ৯:

আপনার পছন্দমতো ভাড়া অফার করুন

ধাপ ১০:

রিজনেবল ভাড়া অফার করুন।

ধাপ ১১:

আপনার বুকিং কনফার্ম করুন।

ধাপ ১২:

ব্যস! আপনার সুবিধামতো রেন্টাল ট্রিপস এখানে খুঁজে দেয়া হবে।

পাঠাও রেন্টালস-এর অভিজ্ঞ ড্রাইভার আপনার গন্তব্যে পৌঁছে দিবে নিরাপদে। পেমেন্ট করুন ক্যাশ, কার্ড বা ডিজিটাল ওয়ালেট দিয়ে। যেকোনো সময় সাহায্যের দরকার হলে, আমাদের ২৪/৭ কাস্টমার সাপোর্ট আপনার সাথেই আছে। বেস্ট ট্রাভেল এক্সপেরিয়েন্স পেতে ব্যবহার করুন পাঠাও রেন্টালস।