পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বেশি বেশি রাইড দিন, ঈদে Hero বাইক জিতে নিন

এই ঈদে পাঠাও বাইক নিয়ে এলো বেশি বেশি ট্রিপ দিয়ে Hero বাইক জিতে নেয়ার সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ঢাকা সিটিতে সর্বোচ্চ ট্রিপ দিয়ে জিতে নিতে পারেন ১ম পুরষ্কার Hero Hunk 150R বাইক।

কন্টেস্টের পুরষ্কারসমূহ:

  • ১ম পুরষ্কার: Hero Hunk 150R
  • ২য় পুরষ্কার: Hero Ignitor Techno
  • ৩য় পুরষ্কার: Hero Passion X Pro

চলুন এক নজরে ক্যাম্পেইনটির নিয়মাবলী দেখে নেই:

  • সিটিঃ ঢাকা
  • টাইম স্লটঃ সকাল ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট
  • সর্বনিম্ন ট্রিপঃ ৩০টি 
  • কমপ্লিশন রেটঃ ৫০% এর উপরে
  • সময়সীমাঃ এপ্রিল ১০, ২০২২ থেকে এপ্রিল ২৪, ২০২২

শর্তাবলী:

  • ক্যাম্পেইনটি শুধুমাত্র ঢাকা রাইডারদের জন্য প্রযোজ্য।
  • নিয়ম বহির্ভূত ভাবে রাইড শেয়ার করা যাবেনা।
  • কোন ধরনের ফ্রড ট্রিপ দেয়া যাবে না।
  • নিজের ড্রাইভার অ্যাকাউন্ট অন্য কারো সাথে শেয়ার করা যাবেনা।
  • ক্যাম্পেইন চলাকালীন কোন ট্রিপ নিয়ে অভিযোগ বা ফ্ল্যাগ হলে অবশ্যই অ্যাপ থেকে রিপোর্ট ইস্যু করতে হবে।
  • বিজয়ীদের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ রাইড প্রদানকারী, কমপ্লিশন রেট ,ইউজার রেটিং এবং ডিজিটাল পেমেন্ট গ্রহন করা বিবেচনা করা হবে।
  • ক্যাম্পেইন শেষে যারা বিজয়ী হবেন পাঠাও থেকে ফোন করে জানিয়ে দেয়া হবে।
  • পাঠাও কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • সর্বনিম্ন ৩০টি ট্রিপ দেওয়ার পর একজন রাইডার ক্যাম্পেইনে অংশগ্রহনকারী হিসেবে বিবেচিত হবেন। এরপর যত বেশি ট্রিপ দিবেন জেতার সুযোগ তত বাড়তে থাকবে।
পাঠাও