যেকোনো প্রয়োজনে ফ্রেন্ডলি ফুডম্যান আছে আপনার পাশে
- পাঠাও ফুড
- আগস্ট 27, 2025

ভাবুন তো! অর্ডার দিলেন প্রিয় বার্গার আর ফ্রাইয়ের কম্বো। কিন্তু অর্ডার দেয়ার পরই হঠাৎ মনে পড়লো কোল্ড ড্রিঙ্কটা তো দেওয়া হয়নি! অথবা হয়তো আপনার পাশে বসা বন্ধু বলল, “একটা এক্সট্রা ফ্রাই হলে ভালো হতো।” এমন পরিস্থিতিতে আমরা প্রায়ই পড়ি।
কিন্তু পাঠাও ফুড-এর সাথে এমন চিন্তা করার কারণ নেই। কারণ আপনার পাশেই আছেন পাঠাও-এর ফ্রেন্ডলি ফুডম্যান।
প্রয়োজনে কল দিন
পাঠাও ফুড-এর ফ্রেন্ডলি ফুডম্যান, শুধু খাবার পৌঁছে দেন না, বরং আপনার চাহিদাকেও অগ্রাধিকার দেন। আর তাই, আপনার অর্ডার দেওয়ার পরেও যদি মনে হয় কিছু বাদ পড়ে গেছে তাহলে চিন্তার কিছু নেই। শুধু ফোন করুন ফ্রেন্ডলি ফুডম্যানকে, জানিয়ে দিন কী চান।
অতিরিক্ত চাইলে? সমস্যা নেই
একটা বাড়তি ড্রিঙ্ক, অতিরিক্ত সস, বা হঠাৎ মনে পড়া ডেজার্ট! সবকিছুর খোঁজ রাখবেন আপনার ফ্রেন্ডলি ফুডম্যান। শুধু কল বা মেসেজে জানিয়ে দিন যে আপনি অর্ডার আপডেট করতে চান, এরপর নিজের মতো আপডেট করে ফেলুন কোনো ঝামেলা ছাড়াই!
সবকিছু আরও সহজ করে দিতে
পাঠাও সবসময় চায় আপনার খাবার অর্ডারের অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে। তাই শুধু খাবার পৌঁছে দেওয়ার বাইরেও আমরা যোগ করেছি এই বাড়তি সুবিধা।
দিনের ব্যস্ততায় ছোটখাটো ভুল হতেই পারে। কিন্তু খাবারের আনন্দে যেন কোনো ঘাটতি না থাকে, সেটাই আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্বটাই হাসিমুখে পালন করবে আমাদের ফ্রেন্ডলি ফুডম্যান।