এখন পাঠাও ফুডের ডিজিটাল পেমেন্ট বিকাশ করুন!
- ডিজিটাল পেমেন্ট
- জুন 11, 2019
 
                                এক্সাইটিং খবর! এখন থেকে পাঠাও ফুডের বিল ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমের বিকাশ করতে পারবেন। মাত্র কয়েকটি ক্লিকেই বিল পেমেন্ট হবে ক্যাশ ছাড়াই। তাই ভাংতি নিয়ে আর কোন টেনশন নেই! 
যেভাবে ফুড অর্ডারের পেমেন্ট করবেন বিকাশ এঃ  
স্টেপ ১: ফুড ডেলিভারি পাওয়ার পর ডিজিটাল পেমেন্ট অপশনে যান

স্টেপ ২: পেমেন্ট অপশনে বিকাশ সিলেক্ট করুন

স্টেপ ৩: আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন

স্টেপ ৪: একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেটি লিখুন

স্টেপ ৫: তারপর আপনার বিকাশের পিন নাম্বার দিন

স্টেপ ৬: তারপর আপনার পেমেন্ট সফলভাবে পরিশোধ হয়েছে কিনা তা জানিয়ে একটি মেসেজ আসবে

*যদি আপনার কোন পেমেন্ট সফল না হয়ে থাকে তাহলে তার কারণ নিম্ন বর্ণিত মেসজের সাথে জানিয়ে দেয়া হবে।

শুধু তাই নয়, আপনার ফুডম্যানের জন্যও ডিজিটাল পেমেন্ট সুবিধাজনক কারণ আমরা ক্যাশ আউট খরচও সাথে সাথে ক্রেডিট ব্যালেন্সে অ্যাডজাস্ট করে দিচ্ছি তাদের জন্য। 
 
                     
                                 
                                 
                                