এনলিস্টমেন্ট সার্টিফিকেট সম্পর্কিত সকল তথ্য
- নিউজরুম
- আগস্ট 22, 2024
এনলিস্টমেন্ট সার্টিফিকেট কি?
রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ অনুযায়ী বাংলাদেশের সকল রাইড শেয়ারিং সার্ভিস প্রদানের ক্ষেত্রে প্রত্যেক চালকের এনলিস্টমেন্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এটি একটি সার্টিফিকেট, যা আপনাকে অনুমোদন দিবে আইনসংগত উপায়ে রাইড শেয়ার করার জন্য। তাই পাঠাও এর সাথে রাইডার অথবা ক্যাপ্টেন হিসেবে যোগদান করতেও আপনার এনলিস্টমেন্ট সার্টিফিকেট থাকা অত্যাবশ্যক।
এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেতে কি কি শর্ত রয়েছে?
বাইক এর ক্ষেত্রে:
১। ঢাকা অথবা চট্টগ্রাম মেট্রো এর অধীনে রেজিস্ট্রেশন হতে হবে।
২। রেজিস্ট্রেশনের পর থেকে সর্বনিম্ন এক বছর পূর্ণ হতে হবে।
৩। বাইকটি নিজের নামেই রেজিস্ট্রেশন হতে হবে।
কার এর ক্ষেত্রে:
১। ঢাকা অথবা চট্টগ্রাম মেট্রো এর অধীনে রেজিস্ট্রেশন হতে হবে।
২। রেজিস্ট্রেশনের পর থেকে সর্বনিম্ন এক বছর পূর্ণ হতে হবে।
এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেতে কত টাকা লাগে?
বাইক-এর ক্ষেত্রে:
১। আর্থিক সহায়তা তহবিলে অনুদান – ১১৬৭.২৫ টাকা (১১৫০ টাকা + ১৭.২৫ টাকা নগদ গেটওয়ে ফি)
২। এনলিস্টমেন্ট সার্টিফিকেট ফি – ৬৭১.৯৩ টাকা (৬৬২ টাকা + ৯.৯৩ টাকা নগদ গেটওয়ে ফি)
সর্বমোট খরচের পরিমান – ১৮৩৯.১৮ টাকা
কার-এর ক্ষেত্রে:
১। আর্থিক সহায়তা তহবিলে অনুদান – ৫৮৩.৬৩ টাকা (৫৭৫ টাকা + ৮.৬৩ টাকা নগদ গেটওয়ে ফি)
২। এনলিস্টমেন্ট সার্টিফিকেট ফি – ১৩৪২.৮৫ টাকা (৬৬২ টাকা + ৯.৯৩ টাকা নগদ গেটওয়ে ফি)
সর্বমোট খরচের পরিমান – ১৯২৬.৪৮ টাকা
কিভাবে আবেদন করবো?
পাঠাও অফিসে এসে খুব সহজেই আপনি এনলিস্টমেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে কোনো বাড়তি টাকার প্রয়োজন হবে না। এছাড়াও আমাদের রিটেইলার পয়েন্ট থেকেও একটি সার্ভিস চার্জের বিনিময়ে আপনি এনলিস্টমেন্ট সার্টিফিকেটের আবেদন করতে পারেন।
রিটেইলার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন: জেনে নিন পাঠাও রিটেইল পয়েন্ট সম্পর্কে!