পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

একসাথে মুভিং বাংলাদেশ – মাশরাফির সাথে দেখা করুন আর জিতুন বোনাস ও উপহার!

Mashrafe and Pathao

সময় বাড়লো!!! আপনাদের কথা আমরা শুনেছি, তাই প্রতিযোগিতার সময় বাড়ানো হল ১৪ এপ্রিল পর্যন্ত!

টার্গেট পূরণ করে জিতে নিন লিজেন্ড মাশরাফির সাথে দেখা করা করার সুযোগ – আরো থাকছে আকর্ষণীয় বোনাস ও অটোগ্রাফসহ গিফট!

এসে গেলো পাঠাও এর “একসাথে মুভিং বাংলাদেশ” প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৫ জন রাইডার, ক্যাপ্টেন এবং ফুডম্যান পাবেন মাশরাফি বিন মর্তুজার সাথে দেখা করার সুযোগ! আরো জিতে নিতে পারবেন মাশরাফির অটোগ্রাফ করা উপহারসামগ্রী এবং সর্বমোট ৩৭,৫০০ টাকার বোনাস!

প্রতিযোগিতার লক্ষ্য পূরণ করুন ১৪ এপ্রিলের মধ্যে আর জিতে নিন আকর্ষণীয় উপহার।

টার্গেটঃ

  • রাইডার – নূন্যতম ৬০টি বাইক রাইড সম্পন্ন করুন
  • ক্যাপ্টেন – নূন্যতম ৬০টি কার প্লাস ট্রিপ সম্পন্ন করুন
  • ফুডম্যান – নূন্যতম ১২০টি ফুড ডেলিভারি সম্পন্ন করুন

১৪ এপ্রিল, ২০১৯ এর মধ্যে রাইডার/ক্যাপ্টেন/সাইক্লিস্টদের উপরোক্ত টার্গেট পূরণ করতে হবে।

কারা কারা পাচ্ছেন এই সুযোগ তা জেনে নিন এক নজরেঃ

মোট ১৫ জন টপ রাইডার, ক্যাপ্টেন ও ফুডম্যান পাবে এই সুযোগ। শুধুমাত্র টার্গেট পূরণের পর বিজয়ী হিসেবে মনোনীত হবেন।

১।  টপ বাইক রাইড প্রদানকারী (১ জন), টপ কার রাইড প্রদানকারী (১ জন) এবং টপ ফুডম্যান (১ জন) পাবেন মাশরাফির সাথে দেখা করার সুযোগ। আরো থাকবে মাশরাফির অটোগ্রাফ করা উপহারসমূহ। সাথে ২,৫০০ টাকার বোনাস তো থাকছেই!

২। বাকি ১২ জন বিজয়ী রাইডার, ক্যাপ্টেন এবং ফুডম্যান পাবেন মাশরাফির অটোগ্রাফ করা উপহারসামগ্রী এবং ২,৫০০ টাকার বোনাস!

শর্তাবলীঃ

১। ফ্রড চেকের পরেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ফ্রড প্রমানিত হলে পাঠাও যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে।

২। ফ্রড চেকের পর বিজয়ীদের প্রথমে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে এবং পরবর্তিতে ফোন কল করে বিস্তারিত জানানো হবে।

৩। পাঠাও যেকোনো সময় প্রতিযোগিতার নিয়মাবলী, পুরষ্কারসমূহ বা টার্গেট পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে।

৪। এই কন্টেস্ট সিলেটের ক্যাপ্টেনদের জন্য প্রযোজ্য নয়।