ক্যাপ্টেন এবং রাইডারদের ডিউ পরিশোধের উপর ১০০% বোনাস!
- নিউজরুম
- জানুয়ারি 9, 2023
সুখবর, ক্যাপ্টেন এবং রাইডারদের জন্য!
২ মাসের বেশি ধরে ডিউ? যে অ্যামাউন্ট পরিশোধ করবেন তার উপর ১০০% বোনাস।
উদাহরণঃ ২০০ টাকা দিলে আরও ২০০ টাকা মওকুফ (মোট ৪০০ টাকা পরিশোধ)। এর মানে, বকেয়া যদি ৪০০ টাকা হয়, সেক্ষেত্রে আপনি ২০০ টাকা পরিশোধ করলেই বাকি ২০০ টাকা মওকুফ। পাশাপাশি চালু হয়ে যাবে আপনার একাউন্ট!
শর্তসমূহঃ
– এই অফারটি জানুয়ারি ৪, ২০২৩ থেকে ফেব্রুয়ারি ৩, ২০২৩ পর্যন্ত সময়ের জন্য এবং একজন ক্যাপ্টেন শুধুমাত্র একবারই অফারটি গ্রহন করতে পারবেন
– অফারটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাইডার এবং ক্যাপ্টেনদের জন্য প্রযোজ্য
– অবশ্যই অ্যাপের মাধ্যমে বকেয়া পরিশোধ করতে হবে
– মওকুফকৃত ডিউ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোট বকেয়া থেকে কেটে নেওয়া হবে
– ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের জন্য প্রযোজ্য
বিস্তারিতঃ (ক্যামদের নাম্বার বাইক, কার- ঢাকা, চট্টগ্রাম, সিলেট)