এখন পাঠাও ড্রাইভ অ্যাপ থেকেই বকেয়া পরিশোধ করুন
- ডিজিটাল পেমেন্ট
- আগস্ট 21, 2019
![এখন পাঠাও ড্রাইভ অ্যাপ থেকেই বকেয়া পরিশোধ করুন](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/PayThroughApp_bangla-1024x536.png)
পাঠাও এর সকল রাইডার এবং ক্যাপ্টেন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তাই আপনাদের দৈনন্দিন অভিজ্ঞতা উন্নতির জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এই লক্ষে পাঠাও নিয়ে এল বকেয়া পরিশোধের এক নতুন পদ্ধতি।
কী আছে এই নতুন পদ্ধতিতেঃ
- তাৎক্ষণিক/ ইনস্ট্যান্ট বকেয়া অ্যাডজাস্টমেন্ট এর সুবিধা
- দিনের যে কোন সময় বকেয়া পরিশোধের সুযোগ
- নেই ওয়াক-ইন সাপোর্ট এ যাওয়ার ঝামেলা
এই নতুন পদ্ধতিতে আপনি পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে সরাসরি বকেয়া পরিশোধ করতে পারবেন।
সরাসরি পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে আপনার বকেয়া অ্যাডজাস্ট করার জন্য এই পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/09/2-1-567x1024-blurred-567x1024.jpg)
প্রথম ধাপঃ পাঠাও ড্রাইভ অ্যাপে অ্যাকাউন্ট পেজে যান। ক্লিক করুন “ডিউ পরিশোধ” বাটনে।
![দ্বিতীয় ধাপঃ যে পরিমাণ বকেয়া পরিশোধ করতে চান তা লিখুন। বকেয়া পরিশোধ পরিশোধ করার সর্বনিম্ন পরিমাণ নিচে দেখাবে।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/3.jpg-561x1024.png)
দ্বিতীয় ধাপঃ যে পরিমাণ বকেয়া পরিশোধ করতে চান তা লিখুন। বকেয়া পরিশোধ পরিশোধ করার সর্বনিম্ন পরিমাণ নিচে দেখাবে।
![তৃতীয় ধাপঃ যে পরিমাণ বকেয়া পরিশোধ করতে চান তা লেখার পর "চালিয়ে যান" বাটনে ক্লিক করুন।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/4-1-565x1024.png)
তৃতীয় ধাপঃ যে পরিমাণ বকেয়া পরিশোধ করতে চান তা লেখার পর “চালিয়ে যান” বাটনে ক্লিক করুন।
![চতুর্থ ধাপঃ যেকোনো একটি ডিজিটাল পেমেন্ট সার্ভিস নির্বাচন করুন।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/04-574x1024.png)
চতুর্থ ধাপঃ যেকোনো একটি ডিজিটাল পেমেন্ট সার্ভিস নির্বাচন করুন।
![পঞ্চম ধাপঃ আপনি যদি বিকাশ ব্যাবহার করে বকেয়া পরিশোধ করতে চান, তাহলে বিকাশ একাউন্টটি ভবিষ্যৎ ব্যাবহারের জন্য সেভ করে রাখতে পারেন।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/05-574x1024.png)
পঞ্চম ধাপঃ আপনি যদি বিকাশ ব্যাবহার করে বকেয়া পরিশোধ করতে চান, তাহলে বিকাশ একাউন্টটি ভবিষ্যৎ ব্যাবহারের জন্য অ্যাপে সেভ করে রাখতে পারেন।
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/09/06-572x1024-blurred-1-572x1024.jpg)
ষষ্ঠ ধাপঃ আপনার বিকাশ একাউন্টের নম্বরটি লিখুন।
![সপ্তম ধাপঃ আপনার বিকাশ একাউন্টের যাচাইকরণ কোডটি লিখুন। ক্লিক করুন "Proceed" বাটনে।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/07.1-572x1024.png)
সপ্তম ধাপঃ আপনার বিকাশ একাউন্টের যাচাইকরণ কোডটি লিখুন। ক্লিক করুন “Proceed” বাটনে।
![অষ্টম ধাপঃ আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি লিখুন। ক্লিক করুন "Finish" বাটনে।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/08-1-572x1024.png)
অষ্টম ধাপঃ আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি লিখুন। ক্লিক করুন “Finish” বাটনে।
![নবম ধাপঃ সফলভাবে বকেয়া পরিশোধ করার পর একটি আপনি একটি কনফার্মেশন নোটিফিকেশন পাবেন।](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/08/5-1-576x1024.png)
নবম ধাপঃ সফলভাবে বকেয়া পরিশোধ করার পর একটি আপনি একটি কনফার্মেশন নোটিফিকেশন পাবেন।
এভাবেই এখন বকেয়া পরিশোধ করতে পারবেন অ্যাপের মাধ্যমেই! তাই ঝামেলাবিহীন ভাবে আপনার বকেয়া নিয়মিত পরিশোধ করুন এবং রাইড শেয়ার করুন পাঠাও এর সাথেই!