পাঠাও অ্যাপ থেকে এখন নিজেই নিজের ডকুমেন্ট আপডেট করুন নিমিষেই!
- পাঠাও কার
- সেপ্টেম্বর 25, 2019
সেলফ আপলোড করার পদ্ধতিঃ
প্রথম ধাপঃ পাঠাও হোমস্ক্রিন থেকে Account বাটনে ক্লিক করুন
দ্বিতীয় ধাপঃ এখানে আপনি ২ টি অপশন দেখতে পাবেন
অপশন একঃ
- আপনার নিজের তথ্য আপডেট করতে Update your Profile information এ ক্লিক করে নির্ধারিত ডকুমেন্টের পাশে অ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করুন।
- আপলোড ডকুমেন্ট অপশন সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্ট সিলেক্ট করুন।
- নির্দিষ্ট ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দিন।
- এরপর ডকুমেন্টের সামনে এবং পেছনের দিকের স্পষ্ট ছবি তুলুন অথবা গ্যালারী থেকে উক্ত ছবি সংযুক্ত করুন।
- আপলোড হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করে আপনার আপডেট সম্পন্ন করুন।
অপশন দুইঃ
- একইভাবে আপনার যানবাহনের ও যানবাহনের মালিকের তথ্য পরিবর্তন করতে Update your vehicle information এ ক্লিক করুন।
- নির্ধারিত ডকুমেন্টের পাশে অ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করে আপলোড ডকুমেন্ট অপশন সিলেক্ট করুন এবং আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্ট নির্বাচন করুন।
- নির্দিষ্ট ঘরে আপনার গাড়ির রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন, সেফটি কভারেজ পেপার এবং ফিটনেস সার্টিফিকেট (সামনের সাইড) এর স্পষ্ট ছবি তুলুন অথবা গ্যালারী থেকে আপলোড করুন।
- মেয়াদ উত্তীর্ণের তারিখ দিন এবং পূর্বের ন্যায় সেভ অপশনে ক্লিক করুন।
- একইভাবে আপনার গাড়ীর মালিকের জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের স্পষ্ট ছবি এবং নির্দিষ্ট তথ্য দিয়ে গাড়ীর আপডেট সম্পন্ন করুন।
তৃতীয় ধাপঃ
উল্লেখ্য যে আপনার কোন ডকুমেন্ট আপলোড করা না থাকলে আপনার অ্যাপে প্রতিটি ডকুমেন্টের নিচে Missing লেখা দেখাবে এবং আপনার ডকুমেন্ট এর মেয়াদ না থাকলে Invalid লেখা দেখাবে
চতুর্থ ধাপঃ
- সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনি Pending স্ট্যাটাস দেখতে পারবেন।
- আপনার ডকুমেন্টস ভেরিফাইড হয়ে গেলে স্ট্যাটাস Verified দেখাবে।
- আর যদি আপনার কাগজ ঠিক না থাকে তাহলে Invalid স্ট্যাটাস দেখাবে।