পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বিকাশের মাধ্যমে পাঠাও এর বিল পরিশোধ এখন অনেক সিম্পল!

আপনার জীবনকে আরো সিম্পল করতে এখন থেকে আপনার পাঠাও রাইড এর বিল পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে! মাত্র কয়েকটি ক্লিকেই পরিশোধ করে ফেলুন আপনার রাইড বিল। তাই এখন থেকে ভাংতি নিয়ে আর কোন টেনশন করতে হবে না!

যেভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করবেনঃ


স্টেপ ১ঃ
আপনার ট্রিপ শেষ হওয়ার পর এই স্ক্রিনটি দেখাবে।  Digital Payment বাটনে ক্লিক করুন।


স্টেপ ২ঃ
এরপর বিকাশ অপশন সিলেক্ট করুন।



স্টেপ ৩ঃ
এই স্ক্রিনটি দেখালে আপনার বিকাশ নাম্বারটি প্রদান করুন এবং “I agree to the terms and conditions” অপশনটি ক্লিক করুন।

‘PROCEED’ বাটনে ট্যাপ করুন। এরপর কিছু সময়ের মধ্যে আপনি একটি মেসেজ পাবেন।  


স্টেপ ৪ঃ
আপনার ফোন থেকে মেসেজ অপশনে যান। আপনি বিকাশ থেকে ৬ ডিজিটের একটি OTP (ভেরিফিকেশন কোড) পাবেন। কোডটি কারো সাথে শেয়ার করবেন না। কোডটি কপি করে পাঠাও অ্যাপে যান।


স্টেপ ৫ঃ বিকাশ থেকে পাওয়া OTP (ভেরিফিকেশন কোড) ২ মিনিটের মধ্যে প্রদান করুন। এরপর “proceed” বাটনে ক্লিক করুন।


যদি আপনি বিকাশ থেকে কোন কোড না পেয়ে থাকেন তবে ভেরিফিকেশন কোড পেতে ‘RESEND CODE’ বাটনে ক্লিক করুন।

স্টেপ ৬ঃ সবশেষে আপনার বিকাশ অ্যাকাউন্টের গোপন পিন নাম্বারটি প্রদান করুন এবং ‘confirm’ বাটনে ক্লিক করুন।  


স্টেপ ৭ঃ
যখন সফলভাবে আপনার পেমেন্ট সম্পন্ন হবে তখন এই স্ক্রিনটি দেখাবে। আর এর মাধ্যমেই একদম ঝামেলাবিহীন ভাবে হয়ে গেলো আপনার বিল পরিশোধ!