পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও কুরিয়ার-এর রিটার্ন ম্যানেজ করুন আরও সহজে!

পাঠাও কুরিয়ার-এর রিটার্ন ম্যানেজ করুন আরও সহজে

দেশের #১ ডেলিভারি সার্ভিস পাঠাও কুরিয়ার মার্চেন্টদের অভিজ্ঞতা উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় মার্চেন্ট ড্যাশবোর্ডে “Return Requested” নামের নতুন একটি ট্যাব যুক্ত হয়েছে, যেখানে আপনি প্রতিদিনের রিটার্ন মার্ক করা অর্ডার লিস্ট দেখতে পাবেন।

“Return Requested” ট্যাবের ব্যবহার:

– ⁠প্রতিটি অর্ডার আপনি যাচাই করে ১) রিটার্ন গ্রহণ, অথবা ২) পুনরায় ডেলিভারি প্রচেষ্টা রিকোয়েস্ট (ফ্রি) করতে পারবেন।

– ⁠আজকে রিটার্ন মার্ক করা অর্ডারের জন্য আপনার মতামত দিতে পারবেন আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

– ⁠উক্ত সময়ের মধ্যে কোনও মতামত না থাকলে, আপনার পার্সেল আপনার নির্ধারিত ঠিকানায় রিটার্নের উদ্দেশ্যে পাঠানো হবে।

বিশেষ নোট: এই লিস্টে শুধুমাত্র ১ম এবং ২য় ডেলিভারি প্রচেষ্টায় রিটার্ন মার্ক হওয়া অর্ডার লিস্ট দেখতে পাবেন। ৩য় ডেলিভারি প্রচেষ্টায় রিটার্ন মার্ক করা অর্ডারগুলো এই ফিচারের আওতাভুক্ত নয়।