পছন্দের গন্তব্যের জন্য আর নয় অপেক্ষা!
- পাঠাও কার
- আগস্ট 4, 2019
পাঠাও রাইডারদের জন্য এলো সুখবর!
চলে এলো আপনার জন্য বিশেষ এক ফিচার! ‘পছন্দের গন্তব্য’ বা ‘Preferred Destination’ ফিচার ব্যবহার করে দিনের নির্দিষ্ট সময়ে যে এলাকার দিকে রাইড দিতে চান সেদিকেই রাইড দিতে পারবেন! পছন্দের গন্তব্য সিলেক্ট করতে পারবেন প্রতিদিন সকাল ৮টা – ১০টা এবং বিকাল ৫টা – রাত ৮টা পর্যন্ত।
ধাপ ১ঃ আপনার অ্যাপের সবুজ সাইন ট্যাপ করুন
পছন্দমত গন্তব্য সেট করতেঃ
ধাপ ২ঃ আপনার যাত্রা শুরুর স্থান থেকে কোথায় যেতে চান সেটা সেট করুন। এরপর আপনি আপনার সেট করা গন্তব্য থেকেই রিকোয়েস্ট পাবেন!
সেট করা গন্তব্য ক্যান্সেল বা পাল্টাবেন কিভাবে?
ধাপ ১ঃ আপনার অ্যাপের নিচের দিকে ডেস্টিনেশন বাটন ট্যাপ করুন
ধাপ ২ঃ এরপরে আবার ডেস্টিনেশন বাটন ট্যাপ করুন
ধাপ ৩ঃ সর্বশেষ রিমুভ ডেস্টিনেশন ট্যাপ করুন
প্রতিদিন কতবার ব্যবহার করতে পারবেন এই ফিচার?
আপনি প্রতিদিন সকাল ৮টা – ১০টা এবং বিকাল ৫টা – রাত ৮টা পর্যন্ত সর্বোচ্চ ৫ বার এই ডেস্টিনেশন বদলাতে পারবেন। আজকের সেট করা ডেস্টিনেশন পরের দিন সেট হয়ে থাকবে না। তাই নতুন করে আবার ডেস্টিনেশন সেট করে নিতে হবে।
তাই আর অপেক্ষা কেনো? এক্ষুনি আপনার পছন্দের গন্তব্য সিলেক্ট করুন আর রাইড দিন ইচ্ছামতো যেখানে খুশি!