পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও কার-এর নতুন অফার জয়েন করলে-ই ৳৩০০০!

পাঠাও কার-এ জয়েন করলেই বোনাস!

পাঠাও কার- এর ক্যাপ্টেন হিসেবে যোগদান করলেই পাচ্ছেন ৩০০০ টাকা ক্যাশ বেনিফিট।

গন্তব্য থাক যেখানেই, পাঠাও ক্যাপ্টেন মুহূর্তে পৌঁছে যায় সেখানেই। নগরীর যানজট পূর্ণ ব্যস্ত জীবনে আমাদের হিরোরাই আনছে  সুপারম্যানের গতি। তাই সেই হিরোদের জন্য পাঠাও আনছে সুপার সব অফার।

ক্যাশ বেনিফিট পেতে কি করবেন?

নগদ ৩,০০০ টাকা জিতে নিতে, পাঠাও কার-এ রেজিস্ট্রেশন ভেরিফাই হবার পর থেকে ১৫ দিনের মধ্যে কমপ্লিট করুন ২০টি ট্রিপ আর পেয়ে যান নগদ ৩০০০ টাকা।

তো আর দেরি না করে আজই জয়েন করুন পাঠাও ক্যাপ্টেন হিসেবে! বেশি বেশি রাইড দিন এবং জিতে নিন নগদ ৩০০০ টাকা। 

শর্তাবলী:

১। অফারটি শুধু মাত্র নতুন ক্যাপ্টেনদের জন্য প্রযোজ্য।

২। রেজিস্ট্রেশনটি ভেরিফাই হবার পর থেকে প্রথম ১৫ দিনের মধ্যে ২০টি ট্রিপ কমপ্লিট হতে হবে। 

৩। পাঠাও কর্তৃক বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে।

৪। জয়েনিং বোনাস সম্পর্কিত সকল আপডেট আপনি আপনার ড্রাইভার অ্যাপের “Today’s Details”  এ  দেখতে পারবেন। 

৫। যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন প্রতিযোগী যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকেন তবে পাঠাও যেকোনো সময় তাকে অফার থেকে বাদ দেবার অধিকার সংরক্ষণ করে।

৬। পাঠাও অফার সংক্রান্ত যেকোনো পরিবর্তন কোন প্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

৭। এই সুযোগটি নতুন কোন অফার আসার আগ পর্যন্ত চলমান থাকবে। তাই আজই অফারটি লুফে নিয়ে যোগ দিন পাঠাও ক্যাপ্টেন প্রোগ্রামে।