পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

‘পাঠাও কার’- এ ক্যাপ্টেন হিসেবে যোগ দিলেই পাচ্ছেন ২০০০ টাকা জয়েনিং বোনাস!

পাঠাও কার- এ ক্যাপ্টেন হিসেবে যোগ দিলেই পাচ্ছেন ২০০০ টাকা জয়েনিং বোনাস। এছাড়াও ক্যাপ্টেন হিসেবে জয়েন করে মাসে আয় করতে পারছেন ৮০ হাজার টাকার বেশি। 

জয়েনিং বোনাস পেতে কি করবেন? 

পাঠাও কার-এ রেজিস্ট্রেশন ভেরিফাই হওয়ার পর থেকে ৭ দিনের মধ্যে কমপ্লিট করুন ২০টি ট্রিপ আর পেয়ে যান ২০০০ টাকা।

শর্তাবলী:

১। অফারটি শুধু মাত্র ঢাকা বিভাগ এর নতুন ক্যাপ্টেনদের জন্য প্রযোজ্য।

২। রেজিস্ট্রেশনটি ভেরিফাই হবার পর থেকে প্রথম ৭ দিনের মধ্যে ২০টি ট্রিপ কমপ্লিট হতে হবে। 

৩। পাঠাও কর্তৃক বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে।

৪। জয়েনিং বোনাস সম্পর্কিত সকল আপডেট আপনি আপনার ড্রাইভার অ্যাপের “Today’s Details”  এ  দেখতে পারবেন। 

৫। যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন প্রতিযোগী যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকেন তবে পাঠাও যেকোনো সময় তাকে অফার থেকে বাদ দেবার অধিকার সংরক্ষণ করে।

৬। পাঠাও অফার সংক্রান্ত যেকোনো পরিবর্তন কোন প্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

৭। এই সুযোগটি নতুন কোন অফার আসার আগ পর্যন্ত চলমান থাকবে। তাই আজই অফারটি লুফে নিয়ে যোগ দিন পাঠাও ক্যাপ্টেন প্রোগ্রাম -এ ।