এই রমজানে ক্যাপ্টেনদের জন্য থাকছে ৳৫,০০০ বোনাস জেতার সুযোগ!
- পাঠাও কার
- এপ্রিল 11, 2022
পাঠাও কার নিয়ে এলো এই রমজানে ট্রিপ দিয়ে ৫,০০০ টাকা বোনাস জিতে নেয়ার সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন ক্যাপ্টেন সর্বনিম্ন ১০০ টি রাইড দিলেই থাকছে নিশ্চিত ৫,০০০ টাকা বোনাস।
চলুন এক নজরে ক্যাম্পেইনটির নিয়মাবলী দেখে নেই:
- সিটি: চট্টগ্রাম
- সর্বনিম্ন ট্রিপ: ১০০ টি
- নিশ্চিত বোনাস: ৫,০০০ টাকা
- ক্যাম্পেইন সময়সীমা: মে ২, ২০২২ পর্যন্ত
শর্তাবলী:
- ক্যাম্পেইনটি শুধুমাত্র চট্টগ্রাম ক্যাপ্টেইনদের জন্য প্রযোজ্য।
- নিয়ম বহির্ভূত ভাবে রাইড শেয়ার করা যাবেনা।
- কোন ধরনের ফ্রড ট্রিপ দেয়া যাবে না।
- নিজের ড্রাইভার একাউন্ট অন্য কারো সাথে শেয়ার করা যাবেনা।
- ক্যাম্পেইন চলাকালীন কোন ট্রিপ নিয়ে অভিযোগ বা ফ্ল্যাগ হলে অবশ্যই অ্যাপ থেকে রিপোর্ট ইস্যু করতে হবে।
- ক্যাম্পেইন শেষে যারা বিজয়ী হবেন পাঠাও থেকে ফোন করে জানিয়ে দেয়া হবে।
- পাঠাও কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।