পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও তে রাইড দিতে ভাড়ায় বাইক নেয়ার সুযোগ

আপনি কি ভাড়ায় বাইক নিয়ে পাঠাও তে রাইড শেয়ার করতে চান ?
আপনার জন্য এসে গেলো নিশ্চিত ভাবে টাকা উপার্জনের নিশ্চিন্ত উপায়!

এখন থেকে পাঠাও এ রাইড শেয়ার করতে নিজের বাইক না থাকার টেনশন আর নেই! আপনাদের এই টেনশন দূর করতে পাঠাও নিয়ে এলো দারুন এক সুযোগ! এখন থেকে আপনি পাঠাও থেকেই ভাড়ায় বাইক নিয়ে পাঠাও তে রাইড শেয়ার করতে পারবেন।

ভাড়ায় বাইক চালাতে হলে যা লাগবে

  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
  • ড্রাইভিং লাইসেন্স
  • জাতীয় পরিচয় পত্র ( অনলাইন বা ফটো কপি হলে সত্যায়িত হতে হবে )
  • বর্তমান ঠিকানার যে কোন ইউটিলিটির শেষ পরিশোধিত বিল (গ্যাস /পানি/বিদ্যুৎ বিল)
  • গ্যারান্টর এর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
  • গ্যারান্টর স্বাক্ষরিত জাতীয় পরিচয় পত্র

ভাড়ায় বাইক চালাতে শর্ত সমুহঃ

  • জামানত হিসাবে ৫০০০(পাঁচ হাজার)টাকা পাঠাওতে জমা রাখতে হবে।যা ফেরত যোগ্য।
  • প্রতি সপ্তাহে কম পক্ষে ৬০টি রাইড শেয়ার করতে হবে।
  • কম পক্ষে ৩মাস রাইড শেয়ার করতে হবে।
  • ভাড়ায় বাইক না চালাতে চাইলে কম পক্ষে ৩ সপ্তাহ আগেই জানাতে হবে।
  • বাইক নিজের কাছে রাখতে হবে।
  • বাইক চালানোর অভিজ্ঞতা কমপক্ষে ২ বছর হতে হবে।
  • বাইক ক্ষতিগ্রস্ত হলে যিনি চালাবেন তাকেই বহন করতে হবে।
  • সপ্তাহে কম পক্ষে ৬দিন রাইড শেয়ার করতে হবে।
  • পাঠাও তে রাইড শেয়ারিং এর ট্রেনিং নিতে হবে।

ভাড়ায় বাইক চালাতে আগ্রহীদের এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করা হচ্ছেঃ

ভাড়ায় বাইক চালাতে আগ্রহীদের ফর্ম

আমাদের সাথে যোগাযোগের নাম্বারঃ 01948888469

তাই এখন থেকে চিন্তামুক্ত ভাবে রাইড শেয়ার করুন এবং পাঠাও এর সাথেই থাকুন।