নিজের নামের প্রোমো শেয়ার করে 4K টিভি জিতুন
- নিউজরুম
- মার্চ 21, 2023
পাঠাও কার এই রামাদানে নিয়ে এলো সেরা অফার। বসুন্ধরা সিটিতে পাঠাও কার বুথে ছবি তুলে হ্যাশট্যাগ দিয়ে ইনস্ট্যান্ট ফেসবুকে শেয়ার করলে আপনি পাবেন নিজের নামে একটি কাস্টোমাইজড প্রোমো। এই প্রোমো শেয়ার করে বেশি বেশি ব্যবহার করালে যার নামের প্রোমো সর্বোচ্চবার ব্যবহার হবে, তিনি জিতবেন একটি 4K টিভি। সেই সাথে আরও পাঁচজন জিতবেন আকর্ষণীয় স্মার্টওয়াচ।
ক্যাম্পেইনে অংশ নেওয়ার শর্তাবলীঃ
- ছবিটি আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিক করে আপলোড দিতে হবে
- ক্যাপশনে অবশ্যই #PathaoCar #GhoreFirunArame ব্যবহার করুন
- নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার না করলে প্রতিযোগিতার জন্য বিবেচিত হবেন না
- এরপর আপনি ২৪ ঘন্টার মধ্যে আপনার নিজের নামের একটি কাস্টোমাইজড প্রোমো মোবাইল এসএমএসের মাধ্যমে পাবেন
- আপনার প্রোমোটি শেয়ার করে যতবার যতজনকে দিয়ে ব্যবহার করাবেন, আপনার 4K টিভি জেতার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। সেইসাথে আরও পাঁচজন পাবেন আকর্ষণীয় স্মার্টওয়াচ
- প্রোমোটি সর্বনিম্ন ৫০ জনকে দিয়ে ব্যবহার করাতে হবে
- ক্যাম্পেইন পিরিয়ড শেষে যার প্রোমো বেশি ব্যবহার হবে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে
- বিজয়ী নির্বাচনে পাঠাও কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে
- পাঠাও বিজয়ীদের সাথে সরাসরি যোগাযোগ করবে
- পাঠাও যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে
- পাঠাও-এর এমপ্লয়িরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না
- ক্যাম্পেইন সময়সীমাঃ ২৪ মার্চ, ২০২৩ থেকে ১৮ এপ্রিল, ২০২৩ পর্যন্ত
বিঃ দ্রঃ
কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ইউজারের অংশগ্রহণ বাতিল করা হবে।