পাঠাও ফুড-এ আল কাদেরিয়া থেকে অর্ডার করে জিতুন Cox’s ট্রিপ সহ দারুণ সব পুরস্কার
- পাঠাও ফুড
- জানুয়ারি 1, 2026
পছন্দের খাবার অর্ডার করে যদি পছন্দের জায়গায় ঘুরে আসতে পারেন, কেমন হয় তাহলে? পাঠাও ফুড ও আল কাদেরিয়া একসাথে এমনই সুযোগের সাথে নিয়ে এসেছে একটি এক্সাইটিং ক্যাম্পেইন। ১ জানুয়ারি, ২০২৬ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত পাঠাও ফুড–এ আল কাদেরিয়া থেকে প্রতিটি অর্ডার আপনাকে নিয়ে যাবে আকর্ষণীয় পুরস্কারের আরও কাছাকাছি।
পুরস্কার হিসেবে যা থাকছে:
ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সম্পন্ন (completed & non-cancelled) অর্ডার বিবেচনা করে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে,
- প্রথম পুরস্কার হিসেবে পেয়ে যাবেন কক্সবাজার কাপল ট্রিপ। এতে থাকবে ঢাকা–কক্সবাজার যাওয়া–আসার ফ্লাইট টিকিট এবং ২ রাত ৩ দিনের জন্য একটি আরামদায়ক ৩-স্টার হোটেল স্টে।
- দ্বিতীয় পুরস্কার হিসেবে পাবেন ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে ২ দিন ১ রাতের কাপল স্টে।
- তৃতীয় পুরস্কার হিসেবে আরও ৩ জন বিজয়ী পাবেন সিনেপ্লেক্সে কাপল মুভি টিকিট।
যেভাবে পার্টিসিপেট করবেন:
খুবই সহজ! ১ জানুয়ারি, ২০২৬ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬-এর মাঝে পাঠাও ফুড–এ আল কাদেরিয়া থেকে অর্ডার করুন।
যত বেশি অর্ডার করবেন, জেতার সুযোগ তত বেশি। প্রতিটি সফলভাবে সম্পন্ন এবং বাতিল না হওয়া অর্ডার আপনাকে পুরস্কার জয়ের আরও কাছে নিয়ে যাবে। ক্যাম্পেইন শেষ হওয়ার পর ১৪ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের ঘোষণা করা হবে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- সব পুরস্কার ঘোষণা হওয়ার তারিখ থেকে দুই মাসের মধ্যে ব্যবহারযোগ্য হবে। পুরস্কার ব্যবহারের ক্ষেত্রে ফ্লাইট, হোটেল, রিসোর্ট ও অন্যান্য তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীর প্রাপ্যতা প্রযোজ্য হবে।।
- ভ্রমণ ও থাকার তারিখ বিজয়ীদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। পুরস্কারের আওতায় স্পষ্টভাবে উল্লেখ নেই, এমন সকল প্রযোজ্য কর, ভ্যাট, সরকারি চার্জ, ট্রাভেল ইন্স্যুরেন্স, খাবার খরচ বা ব্যক্তিগত ব্যয় সম্পূর্ণভাবে বিজয়ীকেই বহন করতে হবে।
- ভ্রমণের ব্যবস্থা নিশ্চিত করতে বিজয়ীদের কমপক্ষে পনেরো দিন আগে পাঠাও লিমিটেডকে-কে জানাতে হবে।
- বিজয়ীদের বয়স অবশ্যই কমপক্ষে ১৮ (আঠারো) বছর হতে হবে এবং ভ্রমণের জন্য প্রয়োজনীয় বৈধ সরকার প্রদত্ত পরিচয়পত্র থাকতে হবে।
- বিজয়ীদের সাথে সরাসরি পাঠাও প্রতিনিধি যোগাযোগ করবেন।
পাঠাও লিমিটেড বিশ্বাস করে, ভালো খাবারের সাথে ভালো মুহূর্তও থাকা উচিত। আল কাদেরিয়া x পাঠাও ফুড ক্যাম্পেইনে আপনার পরের খাবারই হতে পারে একটি ভ্রমণের শুরু, ছোট একটা ব্রেক, বা মনে রাখার মতো একটি মুভি নাইট।
তাই দেরি কেন? পাঠাও ফুড–এ আল কাদেরিয়া থেকে আপনার পছন্দের খাবার অর্ডার করুন, আর উপভোগ করুন ভ্যাকেশন।
শর্তাবলী:
- সকল অফার ও প্রতিযোগিতা শুধুমাত্র বাংলাদেশের যোগ্য পাঠাও ইউজারকারীদের জন্য প্রযোজ্য।
- পাঠাও লিমিটেডের কর্মীরা এই ক্যাম্পেইনের কোনো কার্যক্রম বা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে বা কোনো পুরস্কার জিততে পারবেন না।
- সকল অফার ও পুরস্কার হস্তান্তরযোগ্য নয় এবং নগদ অর্থে রূপান্তরযোগ্য নয়।
- পাঠাও লিমিটেড পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় এই ক্যাম্পেইনের যেকোনো অংশ পরিবর্তন, স্থগিতবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো ধরনের প্রতারণা, ভুয়া অ্যাকাউন্ট বা অফারের অপব্যবহার করলে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে অযোগ্য ঘোষণা করা হবে।
- যোগ্যতা নির্ধারণ, অংশগ্রহণ এবং পুরস্কার বণ্টন সংক্রান্ত সকল সিদ্ধান্ত পাঠাও লিমিটেড এবং আল কাদেরিয়া-এর সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা সম্মতি প্রদান করেন যে অতিরিক্ত কোনো পারিশ্রমিক ছাড়াই পাঠাও তাদের নাম, ছবি ও তথ্য প্রচারণামূলক কাজে ব্যবহার করতে পারবে।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের ফলে কোনো প্রযুক্তিগত সমস্যা, অ্যাপ ডাউনটাইম বা ক্ষতির জন্য পাঠাও লিমিটেড দায়ী থাকবে না।
- এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, সিনেমা হল বা অন্যান্য তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীদের দ্বারা প্রদত্ত কোনো সেবার জন্য পাঠাও লিমিটেড দায়ী থাকবে না।
- এই শর্তাবলী অনুযায়ী ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে পাঠাও লিমিটেড-এর পূর্ণ বিবেচনাধিকার সংরক্ষিত থাকবে। এই ক্যাম্পেইন সংক্রান্ত সকল কর্তৃত্ব পাঠাও লিমিটেড-এর উপর ন্যস্ত থাকবে।
- ক্যাম্পেইনে অংশগ্রহণ মানেই এই শর্তাবলীর সম্পূর্ণ ও নিঃশর্ত স্বীকৃতি প্রদান।
- পাঠাও লিমিটেড যেকোনো সময় এই ক্যাম্পেইন সমাপ্ত করার অধিকার সংরক্ষণ করে।
- এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
- প্রাকৃতিক দুর্যোগ, সরকারি নিষেধাজ্ঞা, মহামারি, প্রযুক্তিগত ত্রুটি বা পাঠাও লিমিটেড-এর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরে সংঘটিত কোনো কারণে কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থতা বা বিলম্বের জন্য পাঠাও লিমিটেড দায়ী থাকবে না।
- প্রযোজ্য আইনের সর্বোচ্চ সীমার মধ্যে, এই ক্যাম্পেইন বা পুরস্কারের ব্যবহার থেকে উদ্ভূত বা এর সঙ্গে সম্পর্কিত কোনো পরোক্ষ, আকস্মিক, ফলস্বরূপ বা বিশেষ ক্ষতির জন্য পাঠাও লিমিটেড কোনোভাবেই দায়ী থাকবে না।