সিলেটে পাঠাও রাইডসের জন্য নতুন মূল্য নির্ধারন
- পাঠাও বাইক
- আগস্ট 8, 2018

সিলেটে পাঠাও রাইডসের জন্য নতুন মূল্য নির্ধারন
সুপ্রিয় সিলেটের রাইডারবৃন্দ ,
পাঠাও-এ সবসময় আমরা নিজেদের উন্নত করার চেষ্টা করে থাকি যেন আমাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা আরও লাভজনক এবং অর্থপূর্ণ হয়। তাই আমরা সিলেটের জন্য নতুন এক মূল্যনীতি চালু করেছি।
সিলেটের পাঠাও রাইডসের নতুন মূল্যনীতি অনুসারে, প্রত্যেক রাইডে আপনি পাবেন নির্ধারিত ২০টাকা। আর রাইড চলাকালীন সময়ে অতিরিক্ত প্রতি কিলোমিটারে ৮ টাকা, এবং প্রতি মিনিটে ০.৫০টাকা পাবেন। তার মানে, আপনি এখন আরও বেশি রাইড রিকোয়েস্ট পাবেন!
আপনি প্রত্যেক রাইডে ৮০% কমিশন তো পাচ্ছেনই। এছাড়াও আমরা প্রতিনিয়ত নানা অফার দিয়ে থাকি যা দ্বারা আপনি ১০০% পর্যন্ত কমিশনও পেতে পারেন। কুয়েস্ট-এ অংশগ্রহণ করেও আপনি দারুণ সব বোনাসের সুযোগ পেতে পারেন।
মনে রাখবেন যতবেশি রাইড দিবেন ততবেশি আয় করবেন।
শেয়ারেই স্বাধীনতা!