পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

সিলেটবাসী, এবার পাঠাও হায়ার এর সাথে যাত্রা হবে সবাই মিলে!

সিলেটবাসী, এবার পাঠাও হায়ার এর সাথে যাত্রা হবে সবাই মিলে

সিলেটবাসী, এবার পাঠাও হায়ার এর সাথে যাত্রা হবে সবাই মিলে!

 

এসে গেলো পাঠাও হায়ার, সিলেটে রেন্ট-এ-কার সার্ভিস নেওয়ার সবচেয়ে ঝামেলাবিহীন ও সাশ্রয়ী উপায়। এখন আপনি Hiace, Noah বা বিজনেস ক্লাস সেডান যেমন Premio একটা ফোন কল এর মাধ্যমেই বুক করতে পারবেন। কয়েক ঘণ্টা হোক বা সারাদিন, আপনি এখন সিলেট শহর বা তার বাইরে ভ্রমণ করতে পারবেন ইচ্ছেমতো!

তাই এখনই পছন্দের গাড়ি বুক করুন পাঠাও হায়ার এর মাধ্যমে আর পেয়ে যান ১০% ফ্ল্যাট ক্যাশব্যাক  (৳৫৫০ পর্যন্ত)। এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি কেন?

যেভাবে গাড়ি বুক করবেন পাঠাও হায়ার এঃ

নিচে দেওয়া ফোন নাম্বারে ডায়াল করুন, এবং একজন পাঠাও প্রতিনিধি আপনাকে সহায়তা করবে-

০১৯৮৮০০০১১১

সফলভাবে বুকিং কনফার্ম করার জন্য আপনার অবশ্যই একটি পাঠাও অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তা না থেকে তাহলে আমাদের প্রতিনিধি আপনাকে সাহায্য করবে তা তৈরি করার জন্য। যা যা তথ্য প্রয়োজনঃ  

  • আপনার নাম
  • যোগাযোগের নাম্বার
  • রওনা দেওয়ার সময় ও তারিখ
  • গন্তব্যের ঠিকানা
  • যাত্রী সংখ্যা

 

উপরের তথ্যগুলো প্রদান করার পর আমরা আপনাকে একটি পাঠাও হায়ার প্যাকেজ সিলেক্ট করতে বলবো। গাড়ি বুক করার জন্য বিকাশ এর মাধ্যমে ১০% বুকিং ফি প্রদান করতে হবে। পেমেন্ট এর সময় কাউন্টার নাম্বার ১ এবং ‘ইউনিক রিকোয়েস্ট আইডি’ রেফারেন্স নাম্বার হিসেবে ব্যবহার করুন। ‘ইউনিক রিকোয়েস্ট আইডি’ আপনাকে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে। পাঠাও হায়ার কনফার্ম হওয়ার সাথে সাথে আপনি একটি এসএমএস পাবেন যাতে আপনার বুক করা গাড়ি, ড্রাইভার ও প্যাকেজ সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। আপনার ১০% ফ্ল্যাট ক্যাশব্যাক ডিসকাউন্ট ট্রিপ শেষ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আপনার পাঠাও পে অ্যাকাউন্টে চলে যাবে। আর বুকিং এর পর বাকি ভাড়া ট্রিপ শেষে ড্রাইভারকে দিতে হবে।  

পাঠাও হায়ার প্যাকেজসমূহ

শুধুমাত্র সিলেট শহরের ভেতরে যাত্রার জন্য নিচে বর্ণিত পাঠাও হায়ার এর প্রাইস চার্ট দেখুনঃ  

 

সিলেট শহরের ভেতর
বুকিং টাইম সেডান ইকো সেডান প্রিমিয়াম মাইক্রো (Noah) Hi-Ace
২ ঘণ্টা ৪৯০ ৯৯০ ১২৯০ N/A
৪ ঘণ্টা ১২৪০ ১৪৯০ ১৮৯০ ২৪৯০
১০ ঘণ্টা ১৯৯০ ২৯৯০ ৩৫৯০ ৩৯৯০


শুধুমাত্র সিলেটের বাইরে যাত্রার জন্য জন্য নিচে বর্ণিত পাঠাও হায়ার এর প্রাইস চার্ট দেখুনঃ  

শহরের বাইরে
বুকিং টাইম সেডান মাইক্রো (Noah) Hi-Ace
৬ ঘণ্টা ২৯৯০ ৩৫৯০ ৩৯৯০
১০ ঘণ্টা ৩৮৯০ ৪৪৯০ ৫৫৯০


এক্সট্রা আরো কয়েক ঘণ্টা প্রয়োজন?

পাঠাও হায়ার মানেই স্বাধীনতা, তাই যেকোন প্যাকেজে এক্সট্রা কয়েক ঘণ্টা খুব সহজেই যোগ করে নিতে পারবেন – শহরের যাত্রা হোক বা বাইরে। নিচের টেবিলে দেখুন বিস্তারিত

সার্ভিস এর ধরণ শহরের বাইরে (প্রতি অতিরিক্ত ঘণ্টা)
শহরের ভেতর (প্রতি অতিরিক্ত ঘণ্টা)
সেডান ইকো/প্লাস ৩০০ ২০০
মাইক্রো/Hi-Ace ৪০০ ৩০০

 

*বি.দ্র. শহরের ভেতরের ট্রিপের জন্য সিলেট মেট্রোপলিটন শহরেই থাকতে হবে, এবং শহরের বাইরের ট্রিপের ক্ষেত্রে হবিগঞ্জ ও সুনামগঞ্জ পর্যন্ত যাত্রা করা যাবে।

ক্যান্সেল করবেন কিভাবে?

পাঠাও হায়ার ক্যান্সেল করা ঝামেলাবিহীন, তবে বুকিং বাদ দেওয়ার জন্য অবশ্যই কনফার্মেশন এর আগে তা জানাতে হবে।

কনফার্মেশন এর পর যদি বুকিং বাদ দিতে চান, ১০% বুকিং ফি চার্জ করা হবে। ট্রিপ চলাকালীন যদি কোন কারণে বুকিং বাদ দিতে চান, সেক্ষেত্রে আমরা আগে যাচাই করে নিবো কি কারণে বুকিং ক্যান্সেল করা হচ্ছে। যদি ক্যাপ্টেন (চালক) এর দোষে বুকিং ক্যান্সেল করা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোন অতিরিক্ত পেমেন্ট দিতে হবে না। তবে যদি আপনার পার্সোনাল কারণে যদি বুকিং ক্যান্সেল করা হয়, তাহলে ট্রিপ প্যাকেজের পুরো খরচ আপনার বহন করতে হবে।

শর্তাবলিঃ

  • পাঠাও হায়ার সার্ভিস শুধুমাত্র সিলেটের জন্যই প্রযোজ্য
  • সিলেটের মেট্রোপলিটন সিটি এবং মেট্রোপলিটন সিটির বহির্ভুত এরিয়া হবিগঞ্জ এবং সুনামগঞ্জ পর্যন্ত পাঠাও হায়ার সার্ভিস টি গ্রহন করা যাবে।
  • টোল এবং পার্কিং ফি পাঠাও হায়ার প্যাকেজ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।

Download Pathao App Now!