পাঠাও কার, বাইক কিংবা ফুড সার্ভিস নিয়ে মাস্টার কার্ড ব্যবহার করে পেমেন্ট করলেই থাকছে ব্যাংকক ঘুরে আসার সুযোগ!
- পাঠাও কার
- মার্চ 12, 2024
এই রামাদানে পাঠাও কার, বাইক কিংবা ফুড সার্ভিস নিয়ে মাস্টার কার্ড ব্যবহার করে পেমেন্ট করলেই সেরা ১০ জন ব্যবহারকারী পাবেন ব্যাংকক ট্রিপ সহ আকর্ষণীয় সব পুরস্কার!
সর্বোচ্চ পেমেন্ট এর ভিত্তিতে সেরা ১০ জন ব্যবহারকারী যে পুরস্কারগুলো পাবেন:
বিজয়ী | পুরস্কার |
১ম বিজয়ী | ঢাকা – ব্যাংকক – ঢাকা কাপল এয়ার টিকেট এবং নির্ধারিত হোটেলে ২ রাত এবং ৩ দিন ফ্রি থাকার সুযোগ! |
২য় বিজয়ী | ইলেক্ট্রনিক ভাউচার |
৩য় বিজয়ী | গেজেট ভাউচার |
৪র্থ – ১০ম বিজয়ী | স্মার্ট ওয়াচ |
শর্তাবলী:
- পুরস্কার এর জন্য যোগ্য বিবেচিত হতে ব্যবহারকারীকে অবশ্যই মাস্টার কার্ডটি পাঠাও অ্যাপ-এ সেইভ করতে হবে।
- এই ক্যাম্পেইনটি চলবে ১২ মার্চ থেকে ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
- অফারটি পাঠাও ফুড, বাইক এবং কার-এর জন্য প্রযোজ্য।।
- পাঠাও কোন বিজ্ঞপ্তি ছাড়াই এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
- পাঠাও বা মাস্টারকার্ড-এ কর্মরত কেউ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না।