পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বেশি রিকোয়েস্ট বেশি আয়!

পাঠাও ক্যাপ্টেনদের জন্য আছে সুখবর! এখন থেকে থাকছে আরও বেশি রিকোয়েস্ট পাওয়ার সুযোগ। রাইড দেওয়ার সময় আপনার ইউজারের ডেসটিনেশন থেকে কেউ রাইড রিকোয়েস্ট করলে আপনি তা রাইড চলাকাল অবস্থাতেই পাবেন এবং এক্সেপ্ট করতে পারবেন। 

এই নতুন ফিচারটির জন্য আপনি এখন থেকে আরও বেশি রাইড রিকোয়েস্ট পাওয়ার সুযোগ পাবেন, কারন একটি রাইড শেষে অন্য রাইড রিকোয়েস্ট পাওয়ার জন্য আর অপেক্ষার সময় নষ্ট হচ্ছে না। 

তাই চলুন জেনে নিই, কিভাবে নতুন এই ফিচারটি কাজ করে – 

ধাপ ১ – আপনি যখন চলমান রাইডের গন্তব্যটির কাছাকাছি থাকবেন তখন গন্তব্য/ ডেসটিনেশন-এর কাছ থেকে আসা ট্রিপ রিকোয়েস্ট পাবেন। 

ধাপ ২ – আপনি চাইলে রিকোয়েস্ট পাওয়ার পর তা “এক্সেপ্ট”-এ প্রেস করে রিকোয়েস্টটি গ্রহণ করতে পারেন। 

ধাপ ৩ – পেন্ডিং ট্রিপ রিকোয়েস্টটি আপনার চলমান রাইড শেষ না হওয়া পর্যন্ত একটি বাবল হেড হিসাবে স্ক্রিন এ উঠে থাকবে। 

ধাপ ৪ – পেন্ডিং ট্রিপ রিকোয়েস্টটির বিবরণ এবং ইউজারের সাথে যোগাযোগ দেখতে বাবল হেড-এ প্রেস করুন। 

ধাপ ৫ – চলমান রাইড কম্পপ্লিট করুন এবং প্রাপ্ত পেমেন্ট গ্রহণ করুন।  

ধাপ ৬ – এরপর রিকোয়েস্ট এক্সেপ্ট করা রাইডটি শুরু করতে রেগুলার রাইড এর মত পদক্ষেপ নিন। 

আপনি চাইলে এই ফিচারটি আপনার ফোনের সেটিংস থেকে বন্ধ / অফ করে দিতে পারেন।