পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বেশি বেশি রাইড নিয়ে জিতে নিন বুফে ডিনার করার সুযোগ!

Win Dinner Offer

বেশি বেশি রাইড নিয়ে জিতে নিন বুফে ডিনার করার সুযোগ

ডিনার অফার বিস্তারিতঃ

পাঠাও ডিনার অফার! এপ্রিল মাস জুড়ে প্রতি সপ্তাহে সর্বাধিক কার রাইড নেয়া সেরা ৩জন পাঠাও ব্যবহারকারী পাচ্ছেন একজন বন্ধু/আত্মীয়সহ বাফেট ডিনারের সুযোগ। সেক্ষেত্রে যত বেশি রাইড নিবেন তত বেশি সুযোগ থাকবে বিজয়ী হওয়ার।

ঢাকার বিজয়ীরা ফ্লাম্বে রেস্তোরাঁয় তাদের বুফে ডিনারটি উপভোগ করবেন এবং চট্টগ্রাম বিজয়ীরা বুফে ডিনারটি উপভোগ করবেন ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলে।

নিয়মাবলীঃ

১। অফার চলাকালীন, একজন পাঠাও ব্যবহারকারী কার রাইড নেয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে এই অফারের আওতাধীন হয়ে যাবে।

২। প্রতি সপ্তাহের রবিবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত গ্রহণ করা সকল কার রাইড গননার মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হবে।

৩। একাধিক সেরা ব্যবহারকারীর রাইড সংখ্যা যদি একই হয় সেক্ষেত্রে লাইফ টাইম ট্রিপ সংখ্যার উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে। যদি লাইফ টাইম ট্রিপ সংখ্যাও মিলে যায় সেক্ষেত্রে ব্যবহারকারীর রেটিং এর উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।

৪। প্রতি সপ্তাহের বিজয়ী ব্যবহারকারীর নাম পাঠাও এর অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষনা করা হবে। এবং এই ঘোষনার ৭২ ঘণ্টার মধ্যে বিজয়ী তার উপহার(কুপন) পাঠাও অফিস থেকে যথাযথ প্রমান প্রদর্শন পূর্বক সংগ্রহ করতে পারবে।

৫। নির্ধারিত সময়ের মধ্যে উপহার সংগ্রহ না করলে, এটি বাতিল বলে গন্য করা হবে এবং পরবর্তীতে কোন প্রকার অনুরোধ গ্রহণযোগ্য হবে না।

৬। ডিস্কাউন্টযুক্ত রাইডও গননা করা হবে।

শর্তাবলীঃ

১। ব্যবহারকারী কর্তৃক যেকোনো ধরনের প্রতারনামূলক কর্মকাণ্ড সংগঠিত হলে উক্ত ব্যবহারকারীকে এই অফারের অযোগ্য বলে গন্য করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২। এই অফার পিরিয়ডের পূর্বে অথবা পরে সংগঠিত কোন রাইড অফারের জন্য গ্রহণযোগ্য হবে না।

৩। এই অফারের যোগ্য হতে অবশ্যই প্রত্যেক ব্যবহারকারীর নিজের পরিষ্কার প্রোফাইল পিকচার থাকতে হবে।

৪। বিজয়ী ব্যবহারকারী ব্যাতিত অন্য কাউকে পুরস্কার প্রদান করা হবে না।

৫। এই অফারের যাবতীয় সকল বিষয় পরিবর্তন বা বাতিলের পুর্ন অধিকার পাঠাও লিমিটেড দ্বারা রক্ষিত।

৬। কাংখিত গন্তব্যের পুর্বে ক্যন্সেল করা রাইড গননা করা হবে না।

৭। রেস্টুরেন্ট এবং ফুড মেন্যু পূর্বনির্ধারিত তাই ইহা পরিবর্তন করা যাবে না।

ডাউনলোড পাঠাও অ্যাপ