পাঠাও রাইডের ডিজিটাল পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
- ডিজিটাল পেমেন্ট
- নভেম্বর 25, 2019
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/11/Bkash-blog-1024x536.png)
উপভোগ করুন যত বেশি রাইড, তত বেশি বিকাশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক! এখন পাঠাও বাইক/কার বিল ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিকাশ করলেই পাচ্ছেন ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, দৈনিক সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত!
তাই আর দেরি না করে পাঠাও রাইডের ডিজিটাল পেমেন্ট বিকাশ করুন।
*শর্তাবলীঃ
- আপনি এক দিনের মধ্যে সর্বোচ্চ ২০ টাকা ক্যাশব্যাক পাবেন।
- ক্যাম্পেইন চলাকালীন সময়কালের মধ্যে একজন ইউজার সর্বমোট ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে পাঠাও ছাড়া অন্য কোন রাইড শেয়ারিং সার্ভিস থেকে বিকাশ ক্যাশব্যাক অফার গ্রহণ করলে আপনি পাঠাও এর পক্ষ থেকে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন না।
- এই অফারটি চলবে ২৬ নভেম্বর – ২৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত!
- শুধুমাত্র পাঠাও বাইক এবং কার রাইডের জন্য এই অফার প্রযোজ্য।
- এই অফারটি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের পাঠাও বাইক ও কার ইউজারগণ উপভোগ করতে পারবেন।