ঢাকার প্রতিটি পাঠাও রাইড এ সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা!
- পাঠাও বাইক
- আগস্ট 7, 2018
ঢাকার প্রতিটি পাঠাও রাইড এ সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা! ইউজার এবং রাইডারদের কে সর্বোত্তম মানের সেবা প্রদান করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। মিনিমাম ফেয়ার রাইডারদের জন্য রাইড নেয়া আরো সুবিধাজনক করে তোলে এবং ইউজারদের বেশি রাইড পেতে সাহায্য করে।
কিছু উল্লেখ্য বিষয়:
-এখন থেকে ঢাকার রাইডারদের জন্য ৫০ টাকা মিনিমাম ফেয়ার (সর্বনিম্ন ভাড়া)
-মোট ভাড়া ৫০ টাকার কম হলেও প্রমো কোড প্রযোজ্য হবে
-রাইডার কে অল্প দূরত্বের রাইড নেয়ার জন্যে সর্বনিম্ন ৫০ টাকা দেয়া হবে। যদি রাইডার যাত্রা শেষ করার সময় ইউজার থেকে ৫০ টাকার কম পায়, তাহলে পাঠাও থেকে সেটা পরিশোধ করে দেয়া হবে।
বিস্তারিত জানতে পাঠাও রাইডার সাপোর্ট এর সাথে যোগাযোগ করুন: ০৯৬৭৮১০০৮০০ অথবা মেইল [email protected]