পাঠাও ফুড এবার চট্টগ্রামে!
- পাঠাও ফুড
- সেপ্টেম্বর 5, 2018
পাঠাও ফুড এবার চট্টগ্রামে!
চট্টগ্রামবাসীদের জন্য দারুণ খবর! পাঠাও ফুড চলে এসেছে আপনার শহরে। পাঠাও অ্যাপ ওপেন করুন, ফেভারিট খাবার অর্ডার করুন আর তা পেয়ে যান এক ঘণ্টারও কম সময়ে। শত শত রেস্টুরেন্ট আর হাজারো আইটেম আপনার আশেপাশে অ্যাভেইলেবল, তাই আজই ট্রাই করুন এই এক্সাইটিং ও নির্ভরযোগ্য সার্ভিস।
৩ সেপ্টেম্বর ২০১৮, সোমবার নগরীর “দি পেনিনসুলা চিটাগাং” হোটেলে পাঠাও ফুড এর গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি এম পি ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-নর্থ) হারুন উর রশিদ হাজারি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন শ্যামল, ওয়েল গ্রুপ এর ডিরেক্টর মোঃ আসিফ হাসান এবং পিএইচপি গ্রুপ এর ডিরেক্টর মোহাম্মদ আক্তার পারভেজ। আরো উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক, পাঠাও ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ, হেড অফ পাঠাও ফুড ফারজানা শারমিন এবং রিজিওনাল ম্যানেজার ইশফাক চৌধুরীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
চট্টগ্রামে উদ্বোধনের মাধ্যমে পাঠাও ফুড সার্ভিস এখন দেশের প্রধান দুটি ব্যস্ত শহরে যাত্রা শুরু করেছে।