পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও পে কি এবং ব্যবহার সুবিধা

পাঠাও পে কি এবং ব্যবহার সুবিধা কি?

দ্রুত লেনদেনের সেরা সমাধান পাঠাও পে। পাঠাও পে সার্ভিসটি থাকলে সাথে টাকা আছে কি নেই তা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। ঝামেলাবিহীন ও সহজ এই ‘ক্যাশ-লেস’ প্ল্যাটফর্ম এর মূল লক্ষ্য হলো পাঠাও এর সার্ভিস থেকে আপনার পেমেন্ট পাওয়ার পদ্ধতি আরো সহজ করে দেওয়া। একই সাথে গ্রাহকের কাছে ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধাও থাকছে।

পাঠাও পে ব্যবহার করলেঃ

১) কোন উইথড্র লিমিট নেই – দৈনিক যত খুশি তত টাকা উইথড্র রিকুয়েস্ট করতে পারবেন। উইথড্র রিকুয়েস্ট এর ২৪ ঘণ্টার মধ্যে টাকা পাবেন। MFS চার্জ বহন করবে পাঠাও।
২) ইউজারদের ডিসকাউন্ট/প্রোমো যাই থাকুক, পাঠাও পে অ্যাকাউন্টে সাথে সাথে আপনার প্রাপ্য ক্রেডিট পেয়ে যাবেন। ধরুন ইউজার এর কাছে ৫০% প্রোমো কোড আছে এবং ভাড়া এসেছে ১০০ টাকা। স্বাভাবিকভাবে ইউজার আপনাকে ৫০ টাকা দিবে এবং পরবর্তীতে পাঠাও আপনাকে আপনার প্রাপ্য বাকি ৩০ টাকা পাঠিয়ে দিবে। তবে ইউজার যদি পাঠাও পে ব্যবহার করে টাকা পরিশোধ করে তবে আপনি সাথে সাথে আপনার পাঠাও পে অ্যাকাউন্ট এ ৮০ টাকাই পেয়ে যাবেন।
৩) ডিউ/বকেয়া অ্যাডজাস্টমেন্ট এখন অনেক সহজ।
৪) রাস্তার মাঝখানে টাকা দিয়ে লেনদেনের যন্ত্রণা এড়ানো যাবে। ভাংতি নিয়ে আর নয় ভোগান্তি!
৫) আপনার পাঠাও পে অ্যাকাউন্ট থেকে ইউজারদের পাঠাও পে অ্যাকাউন্ট এ টাকা ট্রান্সফার করে সাথে সাথে পেয়ে যান নগদ টাকা।

 

ভিডিও দেখুনঃ

 

ডাউনলোড পাঠাও অ্যাপ