পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ড্রাইভ অ্যাপ এখন আরো জোস!

পাঠাও ড্রাইভ অ্যাপ এখন আরো জোস

পাঠাও ড্রাইভ অ্যাপ এখন আরো জোস!

 

পাঠাও এর সাথে হবে এখন আরো বেশি আয়, কারণ চলে এসেছে পাঠাও এর নতুন ড্রাইভার অ্যাপ। নতুন আপডেটে দেশের ১ নম্বর আয়ের প্ল্যাটফর্মে রাইড বা ডেলিভারিতে পাবেন সেরা এক্সপেরিয়েন্স!

এই নতুন ড্রাইভের অ্যাপের মাধ্যমে আপনার অ্যাপ ব্যবহার এবং রাইড দেওয়া হবে একদম ঝামেলাবিহীন। আপডেটেড ড্রাইভ অ্যাপ এ যে সকল নতুন ফিচার পাবেন –

 

১। যোগ হয়েছে আজকের বিবরণী। এই পেইজে আপনি আপনার প্রতিদিনের হিসাব দেখতে পারবেন অ্যাপ থেকেই। আপনি কত টাকা কত ট্রিপে পাচ্ছেন এসব তথ্য থাকবে আপনার হাতের নাগালে।

 

২। আপডেটেড ড্রাইভার অ্যাপে আপনার কোয়েস্ট বিবরণী হাতের নাগালেই। আপনার কোয়েস্ট সংক্রান্ত তথ্য নিয়ে কোন ভোগান্তি হওয়ার আর কোন চ্যান্স-ই নেই।

 

৩। আপনার সবচেয়ে নিকটস্থ WIS – ওয়াক ইন সাপোর্ট এখন অ্যাপ থেকেই দেখতে পাবেন ও দিক নির্দেশনা পাবেন, তাই যেকোনো ধরনের সাহায্য এখন আরো কাছে।

 

৪। নতুন ড্রাইভ অ্যাপ এ রয়েছে উন্নতমানের ম্যাপ। ঠিকানা দেখা এখন আরো সিম্পল। এই ম্যাপ এর সাহায্যে আরো সঠিকভাবে পারবেন পিক-আপ ও ডেস্টিনেশন বুঝে রাইড দিতে।

 

শুধু তাই নয়, খুব শীঘ্রই পাঠাও ড্রাইভ অ্যাপ এ আসছে পছন্দের গন্তব্য সিলেক্ট করার মতো আকর্ষণীয় কিছু ফিচার। তাই সবসময়ই আপনার ড্রাইভ অ্যাপ আপডেটেড রাখুন!

Download Pathao App Now!