পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ও হিরো আপনার জন্য নিয়ে এলো বাইকের EMI সুবিধা!!!

পাঠাও ও হিরো আপনার জন্য নিয়ে এলো বাইকের EMI সুবিধা!!!

 

পাঠাও বাইক ফাইন্যান্সিং

পাঠাও এবং হিরোর যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে মোটর সাইকেল কেনার সুবর্ন সুযোগ! লিস্টে থাকা আপনার পছন্দের যেকোনো মোটর সাইকেল কিনুন স্বল্প অ্যামাউন্টের ডাউন পেমেন্ট দিয়ে এবং কার্যকর EMI সিস্টেমের মাধ্যমে।

 

প্রোডাক্ট ক্যাটাগরিঃ

আপনার সুবিধার্থে কিস্তি পরিশোধের উপায় রাখা হয়েছে দুইভাগেঃ

  • ১৫% ডাউন পেমেন্ট, ১২ মাসের কিস্তি।
  • ৩০% ডাউন পেমেন্ট, ১২ মাসের কিস্তি।

১৫% ডাউন পেমেন্ট, ১২ মাস কিস্তি

সিরিয়াল মোটর সাইকেল দাম ডাউন পেমেন্ট EMI
HF Deluxe Kick Cast 100CC ৳৮৪,৮৯০ ১২,৭৫০ ৭,৪৬৫
HF Deluxe self 100CC ৳৯২,৯৯০ ১৩,৯৫০ ৮,১৭০
Splendor Plus + Self cast 100CC ৳৯৩,৯৯০ ১৪,১০০ ৮,২৫৫
ismart 110CC ৳১০৯,৯৯০ ১৬,৫০০ ৯,৬৬৫
Glamour disc 125CC ৳১২০,৯৯০ ১৮,১৫০ ১০,৬৩০
Ignitor 125CC ৳১২৭,৯৯০ ১৯,২০০ ১১,২৪৫
Pleasure 102CC ৳১১৯,৯৯০ ১৮,০০০ ১০,৫৪০

৩০% ডাউন পেমেন্ট, ১২ মাস কিস্তি

সিরিয়াল মোটর সাইকেল দাম ডাউন পেমেন্ট EMI
Achiever 150CC ৳১৩৫,১০০ ৳৪০,৬০০ ৯৭৭০
Hunk SD 150CC ৳১৪৯,৯৯০ ৳৪৫,০০০ ১০,৮০০
Hunk DD 150CC ৳১৫৯,৯৯০ ৳৪৮,০০০ ১১,৫৭০

দ্রষ্টব্যঃ মোটর সাইকেল রেজিস্ট্রেশন ফি, ডাউন পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ফি হিরো কোম্পানিকে প্রদান করতে হবে।  মোটর সাইকেলটি প্রাথমিকভাবে হিরো কোম্পানির নামে রেজিস্ট্রেশন  করা হবে। সকল কিস্তি প্রদানের পরে মালিক মোটর সাইকেলটি নিজের নামে মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন।

১ম ধাপঃ

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহঃ

অফারটি গ্রহণ করতে ইচ্ছুক হলে, নিম্নোক্ত কাগজপত্র সহকারে বনানী অফিসে আসতে হবে

১। আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

২। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ জন্ম নিবন্ধনের ফটোকপি।

৩। সদ্য পরিশোধ করা হয়েছে এমন ইলেকট্রিসিটি/গ্যাস/ওয়াসা কিংবা টেলিফোন বিলের কপি

৪। ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার কার্ডের ফটোকপি।

৫। ব্যাংক স্টেটমেন্ট অথবা মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম যেমন বিকাশ, রকেট ইত্যাদির  বিগত ৬ মাসের স্টেটমেন্ট

৬। অভিভাবকের ইনফরমেশনঃ

 

  • ১ম গ্যারেন্টারকে অবশ্যই আবেদনকারীর রক্তের সম্পর্কের হতে হবে। যেমনঃ বাবা, মা, ভাই, বোন ১ম গ্যারেন্টার হতে পারবেন।

 

  • আবেদনকারীর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অথবা অফিস কলিগদের মধ্যে যেকোনো কেউ ২য় গ্যারেন্টার হিসেবে থাকতে পারবেন।
  • দুই ধরনের গ্যারেন্টারের ক্ষেত্রেই নাম, ঠিকানা, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান করা আবশ্যক।

 

 

৭। পেশাঃ

চাকুরীজীবীদের ক্ষেত্রেঃ

  • বাধ্যতামূলক ডকুমেন্টঃ সেলারি সার্টিফিকেটের মুল কপি। কোম্পানির HR কর্তৃক এনওসি  সার্টিফিকেট।
  • অপশনাল ডকুমেন্টঃ ৩ মাসের সেলারি স্লিপ/ ইনকাম ট্যাক্স রিসিটের ফটোকপি (যদি থাকে)

ব্যবসায়ীদের ক্ষেত্রেঃ

  • বাধ্যতামূলক ডকুমেন্টঃ নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি
  • অপশনাল ডকুমেন্টঃ ইনকাম ট্যাক্স রিসিটের ফটোকপি (যদি থাকে)

পাঠাও রাইডারদের ক্ষেত্রেঃ

  • বাধ্যতামূলক ডকুমেন্টঃ পাঠাও অফিস থেকে HR কর্তৃক প্রদান করা লেটার।

দ্রষ্টব্যঃ যেসকল পাঠাও রাইডার অন্তত তিন মাস সফলভাবে পাঠাও এর সাথে রাইড দিয়েছেন তারাই কেবল এই অফারের আওতাধীন। সাস্পেন্ডেড কিংবা ইনঅ্যাকটিভ কোন রাইডার এই অফারের আওতাভুক্ত হবে না।

৮। বেকার বা স্টুডেন্টদের ক্ষেত্রেঃ

ক। ২০০ টাকার স্ট্যাম্পে বাবা-মার এফিডেবিট।

খ। বাবা কিংবা মায়ের বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

গ। সিকিউরিটি চেক।

৯। আবেদনকারী অবিবাহিত হলেঃ

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • সদ্য পরিশোধ করা হয়েছে এমন ইলেকট্রিসিটি/গ্যাস/ওয়াসা কিংবা টেলিফোন বিলের কপি
  • বাসার ঠিকানা নিশ্চিতকরনের জন্য ২০০ টাকার স্ট্যাম্পে এফিডেবিট

১০। আবেদনকারীর মাসিক আয় কম হলেঃ

গ্যারেন্টারকে নিম্নোক্ত ডকুমেন্ট প্রদান করতে হবেঃ

  • গ্যারেন্টারের ব্যাংক স্টেটমেন্ট
  • গ্যারেন্টারের পক্ষ থেকে  সিকিউরিটি চেক
  • ২০০ টাকার স্ট্যাম্পে এফিডেবিট

দ্রষ্টব্যঃ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কিংবা নোটারি কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রাথমিক ভেরিফিকেশনের জন্য সকল ডকুমেন্টসের ছবি ০১৯৪৮৮৮৮৪৫১ এই নম্বরে Whatsapp এ পাঠানো সম্ভব।

ঠিকানাঃ

বাড়ি # ১২, ফ্লোর # ২, রোড #২/৩, ব্লক – এফ, চেয়ারম্যান বাড়ি, বনানিঃ ১২১৩

হটলাইন – ০৯৬৭৮১০০৮০০ – ৩ পর্যন্ত

 

২য় ধাপঃ

কাগজপত্র যাচাই প্রক্রিয়া: আপনার কাগজপত্র পাওয়ার পর আমরা তথ্য যাচাই করব এবং হিরো মটরসকে উপযুক্ত প্রোফাইলগুলো পাঠানো হবে। তারা ভেরিফিকেশন করবে এবং যোগ্য প্রার্থীদের ডাউন পেমেন্ট ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য বলবে। তারপর বাইক আপনার হাতে হস্তান্তর করা হবে!

৩য় ধাপঃ

কিস্তি পরিশোধ পদ্ধতিঃ

‘হিরো’ আপনাকে ১২ কিস্তি ও ১টি সিকিউরিটি চেক হিসেবে ১৩টি পোস্ট ডেটেড খালি চেক জমা দিতে বলবে। ‘হিরো’ প্রতি মাসে নির্ধারিত তারিখে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিস্তির অর্থ নিয়ে নিবে।

বিঃদ্রঃ আবেদনপত্রটি একটি এমএফএস অ্যাকাউন্ট দিয়ে প্রসেস করা যেতে পারে, তবে কিস্তি পরিশোধের জন্য আবেদনকারীকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে

ডাউনলোড পাঠাও অ্যাপ