পাঠাও উজার ক্যান্সেল করলে কোন টেনশন নেই!
- পাঠাও বাইক
- আগস্ট 6, 2018
পাঠাও হিরোদের জন্য খুশির খবর – ইউজার ক্যান্সেল করলে কোন টেনশন নেই!
পাঠাও এ আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই যেন আমাদের হিরো, আমাদের রাইডার/ক্যাপ্টেন ভাই-বোনেরা তাদের দৈনিক বা সাপ্তাহিক কোয়েস্ট বোনাস খুব সহজেই জিতে নিতে পারে। আপনারা চলতে থাকলেই এগিয়ে যাবে দেশ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউজাররা রাইড ক্যান্সেল করলে তা কোনভাবেই কমপ্লিশন রেট এ কোন প্রভাব ফেলবে না।
এই উদ্যোগের ফলে কোয়েস্ট এর টার্গেট পূরণ করা রাইডার ও ক্যাপ্টেনদের জন্য আরো সহজ হয়ে যাবে। যদি ইউজার রাইড ক্যান্সেল করে দেয় তাহলে, আপনার কমপ্লিশন রেটে কোন পরিবর্তন হবে না। আপনি যতগুলো ট্রিপের টার্গেট করছেন তা পূরণ করতে পারবেন কোন রকম দুশ্চিন্তা ছাড়াই, আর সেই সাথে পাঠাও এর কোয়েস্ট তো আছেই!