পছন্দের গন্তব্যে রাইড দিন পাঠাও-এর সাথে!
- পাঠাও বাইক
- ফেব্রুয়ারি 10, 2021
এখন থেকে পাঠাও বাইক এবং কার- এ পারবেন নিজের পছন্দের গন্তব্য সিলেক্ট করে রাইড শেয়ার করতে! নিজের পছন্দ এবং সুবিধা মতো গন্তব্য সিলেক্ট করে আয় করুন আরও বেশি!
ধাপ ১ –
প্রথমে আপনার ড্রাইভার অ্যাপটি ওপেন করুন। স্ক্রিনের ডান পাশে জিপিএস বাটনের উপরের বাটনটিতে প্রেস করুন।
ধাপ ২ –
এরপর বিভিন্ন লোকেশন দেয়া যে পেজটি আসবে, সেখান থেকে নিজের পছন্দের গন্তব্যটি সিলেক্ট করুন। এরপর “গন্তব্যস্থল নির্ধারণ করুন” বাটনে ক্লিক করে কনফার্ম করুন।
ধাপ ৩ –
আপনি দিনে আর কতবার পছন্দের গন্তব্য সিলেক্ট করতে পারবেন তা উপরে দেখতে পারবেন।
ধাপ ৪ –
গন্তব্য নির্ধারণ করা হয়ে গেলে তার একটি নোটিফিকেশন বক্স আসবে। “ম্যাপে ফিরে যান” বা “Go to map” এ ক্লিক করে রাইড এর জন্য অপেক্ষা করুন।
ধাপ ৫ – এই পেজটি থেকে আপনার পছন্দের গন্তব্যে রাইড রিকোয়েস্ট পাবেন।
ধাপ ৬ – পছন্দের গন্তব্য বাতিল করতে X প্রেস করুন। কনফার্ম করতে “হ্যাঁ” বাটনটিতে প্রেস করুন, এরপর থেকে পছন্দের গন্তব্য অনুযায়ী রিকোয়েস্ট আসবে না আবার সিলেক্ট না করা পর্যন্ত।
পাঠাও এর সাথে নিজের পছন্দ মতো গন্তব্যে রাইড দিন এবং বেশি বেশি আয় করুন!