নতুন ক্যাপ্টেন করুন রেফার, ৳৫০০ আয় হোক বারবার!
- পাঠাও কার
- আগস্ট 19, 2018
নতুন ক্যাপ্টেন করুন রেফার, ৳৫০০ আয় হোক বারবার!
পাঠাও ক্যাপ্টেনদের জন্য দারুণ খবর! পাঠাও ক্যাপ্টেন হতে ইচ্ছুক এমন বন্ধুকে রেফার করুন পাঠাও সার্ভিসে, আর বন্ধু জয়েন করে মাত্র ৫টি কার দিলেই পাবেন ৫০০ টাকা। চিন্তা করে দেখুন, এভাবে মাত্র ৫ জন বন্ধুকে রেফার করলেই আপনি পাচ্ছেন ২৫০০ টাকা!
১) রেফার করার সময় ‘ অপশন থেকে রেফারেল কোডটি আপনার বন্ধুকে দিন।
২) আপনার বন্ধুর রেজিস্ট্রেশনের সময় সেই কোডটি ‘রেফারেল কোড’ ঘরে টাইপ করতে হবে।
৩) সফল রেজিস্ট্রেশন এবং ট্রেনিং এর পর আপনার বন্ধুকে অন্তত ৫টি পাঠাও রাইড সম্পন্ন করতে হবে।
ব্যাস! এই সোজা পদ্ধতিতে আপনি পেয়ে যাবেন পুরো ৫০০ টাকা। তাই এখন থেকেই শুরু হয়ে যাক এক্সট্রা আয়!
শর্তাবলীঃ
- শুধুমাত্র পাঠাও ক্যাপ্টেনদের জন্যই এই রেফারেল প্রোগ্রাম প্রযোজ্য
- আপনার রেফার করা ক্যাপ্টেন ৫টি ট্রিপ সম্পন্ন করার পরই আপনার রেফারেল বোনাস পাবেন