ঢাকার রাইডারদের জন্য আসছে পাঠাও কোয়েস্ট
- পাঠাও বাইক
- আগস্ট 7, 2018
ঢাকার পাঠাও রাইডারবৃন্দের জন্য আয়োজিত হচ্ছে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার সুবর্ণ সুযোগ!
পাঠাও এর সাথে আপনাদের যাত্রা আরো আনন্দময় করার জন্য আসছে পাঠাও কোয়েস্ট!
যেখানে অংশগ্রহণ করার মাধ্যমে জিতে নিতে পারবেন প্রতিদিন সর্বোচ্চ ৪০০ টাকা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার।
**পাঠাও কোয়েস্টে উপযোগী হওয়ার জন্য আপনার রাইড সম্পন্নের হার (কমপ্লিশন রেট) হতে হবে ৭০%**
সম্পন্নের হার (কমপ্লিশন রেট) হলো আপনার যত রিকুয়েস্ট আসে, তার থেকে আপনি যতগুলো রাইড সম্পূর্ণ করেন তা। উচ্চ কমপ্লিশন রেট আপনার সক্রিয়তার পরিচয়। আপনার কমপ্লিশন রেট দেখতে পাঠাও ড্রাইভ অ্যাপ এ গিয়ে উপার্জন (আর্নিংস) অপশনটিতে ট্যাপ করুন।
প্রথম ধাপ-৫টি রাইড সম্পূর্ণ করলেই পাচ্ছেন ১০০ টাকা,
দ্বিতীয় ধাপ-আরো ৪টি রাইড (মোট ৯টি) সম্পূর্ণ করলেই পাচ্ছেন ১৫০ টাকা (মোট ২৫০টাকা)
তৃতীয় ধাপ -এবং আরো ৩টি রাইড (মোট ১২টি) রাইড সম্পূর্ণ করলেই আপনি পাচ্ছেন আরো ১৫০ টাকা (সর্বমোট ৪০০ টাকা)।
সাপ্তাহিক পুরস্কার প্রতিদিন ব্যবসাকালীন সময়ে পরিশোধ হবে শুধুমাত্র বিকাশ/ রকেট এর মাধ্যমে। (রবিবার সকাল ৯টা হতে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত)।
যেসকল রাইডারদের পাঠাও একাউন্ট এর সাথে বিকাশ বা রকেট যুক্ত নেই তাদের জন্য এই অফারটির প্রযোজ্য নয়।
যত বেশি রাইড তত বেশি আয়! তাহলে আর দেরি না করে রাইড চালিয়ে যান।
বিস্তারিত জানতে কল করুন ০৯৬৭৮১০০৮০০