ডাক্তার আল রাজী মুমূর্ষু দুই রোগীকে বাঁচাতে ছুটে চলেন পাঠাও বাইকে
- পাঠাও বাইক
- অক্টোবর 23, 2018
![মুমূর্ষ দুই রোগঈকে বাচাতে ডাক্তার আল রাজী ছুটে চলেন পাঠাও বাইকে](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2018/10/দুই-রোগঈকে-বাচাতে-ডাক্তার-আল-রাজী-ছুটে-চলেন-পাঠাও-বাইকে-1024x536.jpg)
ডাক্তার আল রাজীর কর্মস্থল ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে। আর তাই তার কাছে প্রায় সময়ই হাইওয়ে অ্যাকসিডেন্টের কবলে পড়া মুমূর্ষু অবস্থায় রোগীরা আসেন। এমনি একদিন ইমারজেন্সিতে দুইজন রোগী আসে যারা অ্যাকসিডেন্টে মারাত্মকভাবে আহত হয়ে জীবন প্রদীপ নিভে যাওয়ার শঙ্কায় দাঁড়িয়ে। কিন্তু ডাঃ আল রাজী তখন তার হসপিটাল থেকে ১২-১৩ কিঃমি দূরে একটি প্রোগ্রামে। ফোন কল পেয়েই কোনকিছু না চিন্তা করে পাঠাও বাইকে করে রওনা হয়ে গেলেন ডাঃ আল রাজী। যথা সময়ে গন্তব্যে পৌঁছেই সম্পন্ন করলেন সফল একটি অপারেশন। আর মৃত্যু দুয়ার থেকে ফিরে আসলো সম্ভাবনাময় দুটি প্রাণ। এভাবেই প্রতিনিয়ত হাজারো স্বপ্ন বাঁচিয়ে চলেছেন ডাঃ আল রাজী। আর তার এই আত্মনিবেদিত পথচলায় পাশে আছে পাঠাও।
#HumansOfPathao #MovingBangladesh #MovingSafely