পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

চলে এলো কুরিয়ার ট্র্যাকিং সুবিধা!

কুরিয়ার ট্র্যাকিং একটি নতুন সুবিধা যা ব্যবহার করে ইউজাররা তাদের পাঠাও কুরিয়ার এর মাধ্যমে অর্ডারকৃত ই-কম বা এফ-কম অর্ডারগুলি ট্র্যাক করতে পারবেন।

ইউজারদের একটি পুশ নোটিফিকেশন/এসএমএস এর মাধ্যমে একটি স্পেশাল ট্র্যাকিং আইডি দেওয়া হবে। অথবা অর্ডারটি ট্র‍্যাক করার জন্য ইউজাররা মার্চেন্ট এর কাছ থেকে পাঠাও কন্সাইন্মেন্ট আইডি চেয়ে নিতে পারবেন। ইউজাররা কন্সাইনমেন্ট আইডি এবং ফোন নম্বর ব্যবহার করে তাদের পণ্য ট্র্যাক করতে পারবেন। পাঠাও অ্যাপ না থাকলে ইউজাররা তাদের পণ্যগুলি ওয়েবসাইট থেকেও ট্র‍্যাক করতে পারবেন। 

কিভাবে অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন? 

ধাপ ১ঃ আপনার ফোন এ পাঠাও অ্যাপ না থাকলে প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নিন। 

ধাপ ২ঃ তারপর পাঠাও অ্যাপ ওপেন করে Courier সিলেক্ট করুন। 

ধাপ ৩ঃ কুরিয়ারে ঢুকে Track Delivery (ট্র‍্যাক ডেলিভারি) অপশনটি সিলেক্ট করুন।

ধাপ ৪ঃ মার্চেন্ট এর কাছ থেকে প্রাপ্ত কিংবা পাঠাও থেকে এসএমএস/পুশ নোটিফিকেশন এ পাওয়া  কন্সাইন্মেন্ট আইডি এবং আপনার নিজের ফোন নম্বর দিন। তারপর Track Delivery বোতামে চাপুন।

ধাপ ৫ঃ আপনার অর্ডার ডিটেইলস সহ প্রতিটি অর্ডার এর স্ট্যাটাস ট্র্যাক দেখতে পাবেন।

আপনার অ্যাপ এর Notification এর বারেও এই সার্ভিসটি সম্পর্কে পাবেন।

কিভাবে ওয়েবসাইট এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন?


ইউজাররা তাদের পণ্যগুলি আমাদের ওয়েবপেইজের মাধ্যমেও ট্র্যাক করতে পারবেন। ওয়েবসাইট থেকে অর্ডার ট্র্যাক করার জন্য-ও একইভাবে মার্চেন্ট এর কাছ থেকে প্রাপ্ত কন্সাইন্মেন্ট আইডি ও ফোন নম্বর দিন। তারপর Track বোতামে চাপুন।