ঘরে বসেই উপভোগ করুন পাঠাও ফুড, টং এবং ফার্মা সার্ভিস!
- পাঠাও ফুড
- মে 14, 2020
পাঠাও অ্যাপ এ আছে খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জরুরি ঔষধ ডেলিভারির পারফেক্ট সমাধান। নিমিষেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত খাবার, ঔষধ কিংবা গ্রোসারিস।
পাঠাও ফুড
ভালো-মন্দ খেতে কার না ইচ্ছা করে? কিন্তু পছন্দের খাবার উপভোগ করতে চান ঘরে বসেই? চিন্তা নেই। আছে পাঠাও ফুড!
পাঠাও ফুড সার্ভিস এর মাধ্যমে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে পারবেন ঘরে বসেই। খুব কম সময়ে আপনার অর্ডারকৃত খাবার পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।
পাঠাও ফুড এ রয়েছে হাজারো পার্টনার রেস্টুরেন্ট। তাই বেশীরভাগ রেস্টুরেন্ট এ-ই পাবেন ডিস্কাউন্ট এবং সাশ্রয়ী মূল্যে অবিশ্বাস্য ফুড কম্বো। এছাড়াও প্রোমো কোড ব্যবহার করলে মেগা ডিস্কাউন্ট তো থাকছেই।
পাঠাও ফার্মা
ইমার্জেন্সি ওষুধ দরকার? সমাধান আছে পাঠাও ফার্মা তে। পাঠাও ফার্মা সার্ভিস এর মাধ্যমে ঘরে বসেই অর্ডার করতে পারবেন আপনার প্রয়োজনীয় ওটিসি মেডিসিন।
পাঠাও টং
ঘরে বসেই যদি হয় সাশ্রয়ী মূল্যে সেরা বাজার, তবে আর কষ্ট করে বাইরে যাবেন কেনো? পাঠাও টং সার্ভিস এর মাধ্যমে গ্রোসারি কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, পানীয়, অ্যারোসোল, স্যানিটারি ন্যাপকিনসহ আরো অনেক কিছুই ঘরে বসেই অর্ডার করতে পারবেন। তাই পাঠাও টং এর সাহায্যে ঘরে বসেই অর্ডার করুন, আর ৪০ মিনিট এর মধ্যেই পেয়ে যান আপনার নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী।
পাঠাও TONG এ পণ্যগুলো আপনার সুবিধার জন্য বিভিন্ন সেকশনে ভাগ করা থাকবে যেমন মাছ, মাংস, সবজি, রমজানের বিশেষ পণ্য, পানীয়/বেভারেজ, চা-কফি, রান্নার মশলা, দুগ্ধজাত পণ্য, হাইজিন সামগ্রী, ইনস্ট্যান্ট খাদ্য সামগ্রী, কীটপতঙ্গ নিধনকারী সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, স্ন্যাক্স, ইত্যাদি। আপনার পছন্দের সেকশনটি সিলেক্ট করে এবং বেঁছে নিতে পারবেন আপনার কাঙ্খিত পণ্য।
কিভাবে পাঠাও ফুড/ পাঠাও ফার্মা/ পাঠাও টং থেকে অর্ডার করবেন?
১। আপনার যদি পাঠাও অ্যাপ না থেকে থাকে তাহলে প্রথমেই Play store বা apple store থেকে পাঠাও অ্যাপ টি ডাউনলোড করে নিন।
২। এবার পাঠাও অ্যাপ থেকে ‘Food’/ ‘Pharma’/ ‘Tong’ অপশনটি সিলেক্ট করুন।
৩। আপনার নিকটস্থ রেস্টুরেন্ট/দোকান এর তালিকা আপনি আপনার অ্যাপ এ দেখতে পাবেন, সেখান থেকে আপনার পছন্দের রেস্টুরেন্ট/দোকান সিলেক্ট করে আপনার পছন্দের খাবার/ পণ্য/ ঔষধ বেঁছে নিন।
৪। তারপর add to cart বাটন টি প্রেস করে আপনার পছন্দের খাবার/ পণ্য/ ঔষধ cart -এ অ্যাড করুন। আপনি চাইলে একাধিক আইটেম একসাথে cart এ রাখতে পারবেন এবং কিনতে পারবেন। প্রত্যেকটি আইটেম-ই আপনি আপনার কাঙ্ক্ষিত পরিমাণ অনুযায়ী কিনতে পারবেন।
৫। আপনার কোনো প্রোমো কোড বা ভাউচার থাকলে তা অ্যাপ্লাই করে নিন।
৬। আপনার ঠিকানা সঠিকভাবে দিন এবং PLACE ORDER বাটন টি প্রেস করুন।
৭। আপনার অর্ডারটি কনফার্ম করতে CONFIRM বাটন টি প্রেস করুন, আপনার অর্ডার করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
***সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে ডিজিটাল পেমেন্টে এর মাধ্যমে পে করুন এবং পেয়ে যান স্পর্শবিহীন ডেলিভারি।