এসি অন রাখুন বেশি আয় করুন!
- পাঠাও কার
- এপ্রিল 18, 2019
প্রতি কিলোমিটার চার্জ বেড়েছে ১০% আর প্রতি মিনিট ভাড়া বেড়েছে ১২.৫%!
জীবনে বাড়তি একটু স্বচ্ছলতা কে না চায়? একটু বেশি আয় ভবিষ্যত পরিকল্পনাকে করে বেগবান ও দুঃশ্চিন্তামুক্ত। তাই বেশি বেশি আয়ের সুযোগ এখন পাঠাও কার লাইটে। আপনাদের সবার চাহিদা ও ইচ্ছার কথা বিবেচনায় রেখে কার লাইটের ভাড়া বাড়ানো হয়েছে। তাই এখন যত বেশি রাইড শেয়ার তত বেশি আয়। তাই পর্যাপ্ত যাত্রীসেবা নিশ্চিত করুন গাড়ির এসি অন রাখুন। তাহলে আর দেরি কেন, রাইড নিন বেশি বেশি থাকুন সবসময় হাসিখুশি।
বেইজ ফেয়ার : ৪০ টাকা
প্রতি কি.মি : ১৬.৫০ টাকা
প্রতি মিনিট : ২.২৫ টাকা
মিনিমাম ফেয়ার : ১০০ টাকা