এনলিস্টমেন্ট সার্টিফিকেট করলেই ৳৩৫০ টাকা বোনাস!
- পাঠাও বাইক
- আগস্ট 31, 2020
এনলিস্টমেন্ট সার্টিফিকেট করলেই ৳৩৫০ টাকা বোনাস!
পাঠাও হিরো এর জন্য আছে সুখবর! পাঠাও এর সাথে এনলিস্টমেন্ট সার্টিফিকেট করলেই প্রথম ৫০০ জন পাচ্ছেন ৳৩৫০ টাকা বোনাস! সাথে আকর্ষণীয় ট্রিপ বোনাস তো থাকছেই!
বিআরটিএ -এর নিয়মানুযায়ী এখন থেকে রাইড শেয়ারিং করতে এনলিস্টমেন্ট সার্টিফিকেট (ই.সি) থাকা বাধ্যতামূলক। আর আপনার সুবিধার্থে পাঠাও ওয়াক-ইন-সাপোর্ট সেন্টার এবং রিটেইল পয়েন্টের মাধ্যমে নির্দিষ্ট ফি এর বিনিময়ে এনলিস্টমেন্ট সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দেয়া হচ্ছে।
রিটেইল পয়েন্টের মাধ্যমে এনলিস্টমেন্ট সার্টিফিকেট আবেদন করতে আপনার বাইক এর জন্য মোট চার্জ ৯০০ টাকা।
রিটেইল পয়েন্টের ঠিকানাগুলো নিচে দেওয়া হল –
আপনার মোটরসাইকেল/ড্রাইভিং লাইসেন্স এর সমস্ত আপডেটেড কাগজপত্র এবং নির্ধারিত চার্জ নিয়ে অতি শীঘ্রই আপনার নিকটস্থ পাঠাও রিটেইল পয়েন্টে চলে আসুন বি.আর.টি.এ নির্ধারিত ই.সি কালেক্ট করতে এবং সেই সাথে জিতে আপনার বোনাস!
নিজেই পাঠাও এর মাধ্যমে এনলিস্টমেন্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করার প্রক্রিয়া জানতে এই লিঙ্ক-টিতে ক্লিক করুন- http://tiny.cc/EnlistCertificate
শর্তসমূহ:
- বোনাস পেতে ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর এর মধ্যে পাঠাও এর সাথে আপনার এনলিস্টমেন্ট সার্টিফিকেট করতে হবে।
- শুধুমাত্র প্রথম ৫০০ জন যারা ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর এর মধ্যে পাঠাও এর সাথে আপনার এনলিস্টমেন্ট সার্টিফিকেট করবেন তারাই ৳৩৫০ টাকা বোনাস পাবেন।
- প্রথম ৫০০ জন এর পরের সবাই যারা ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর এর মধ্যে পাঠাও এর সাথে এনলিস্টমেন্ট সার্টিফিকেট করবেন তারা পাচ্ছেন আকর্ষণীয় ট্রিপ বোনাস।
- বোনাস পেতে অবশ্যই পাঠাও এর সাথে আপনার এনলিস্টমেন্ট সার্টিফিকেট করতে হবে।
- এই অফারটি শুধুমাত্র ঢাকার পাঠাও রাইডারদের জন্য প্রযোজ্য।
- আরও বিস্তারিত জানতে 13301 এই নাম্বারে কল করুন।
- আপনার বোনাসটি আপনার অ্যাকাউন্ট এ বিকাশ এর মাধ্যমে দিয়ে দেয়া হবে নিবন্ধনের পরবর্তী ১৫ কার্য-দিবসের মধ্যে।