পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

ইফতার ফর আম্মু!

এইবারের মা দিবসটি একটু অন্য রকম, একটু বেশিই স্পেশাল। এই বার প্রথম আমরা মা দিবসের দিন অনেকেই সারাদিন বাসায় থাকবো এবং মাকে অনেক সময় দিতে পারবো। 

এই লকডাউনে আমরা ঘরে থাকছি। আমাদের অনেকেরই সময় কাটছে খুব আরামদায়ক ভাবে। কিন্তু মা-দের কথা কি ভেবে দেখেছেন একবার ও? তাদের জীবনটা কিন্তু মোটেই আমাদের মতো আরামে কাটছে না। ঘরের কাজ, রান্নার কাজ, সবার খেয়াল রাখার দায়িত্ব বরং বেড়েছে অনেক বেশি! চলুন এই মা দিবসে তাদের জন্য করি স্পেশাল কিছু।

এই মা দিবসে আপনার আম্মুর জন্য রান্না করুন স্পেশাল ইফতার। পাঠাও টং থেকে অর্ডার করুন সব উপকরণ আর রান্না করুন আম্মুর জন্য স্পেশাল কিছু। সেই খাবারের ছবি কিংবা আপনার আম্মুর সাথে আপনার ছবি আপলোড দিন ফেসবুক-এ পাবলিকলি   #PathaoTong এবং #IftarForAmmu লিখে। 

অংশগ্রহনকারীদের মধ্য থেকে ঢাকার ৩ জন এবং চট্টগ্রাম এর ৩ জন বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

শর্তাবলীঃ

১। খাবারের ছবি বা আপনার মায়ের সাথে তোলা ছবি ফেসবুক-এ আপলোড করুন। পোস্ট এর প্রাইভেসি অবশ্যই ‘পাবলিক’ থাকতে হবে এবং #PathaoTong #IftarForAmmu এই দুটি হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে।

২। ছবি ফেসবুক-এ ৭ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে আপলোড করতে হবে।

৩। হ্যাশট্যাগ সহ পাবলিক পোস্ট করার পর আপনি আমাদের চূড়ান্ত বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার আওতাধীন হয়ে যাবেন। এবং এর মধ্য থেকে সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে।

৪। যেকোনো প্রতিযোগী বা বিজয়ীকে বাতিল করার এবং প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন করার অধিকার পাঠাও কর্তৃপক্ষ রাখে। 

এই মা দিবসে চলুন, নিজের মা কে উপহার দেই সুন্দর কিছু মুহূর্ত, পাঠাও টং এর সাথে।